ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ Logo ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়: শাকিব খান Logo যুক্তরাজ্যে গেলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু! Logo নওগাঁ ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা Logo নির্বাচন দ্রুত হওয়া প্রয়োজন, নয়তো ষড়যন্ত্র বাড়বে: তারেক রহমান Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা

নওগাঁয় বন্ধুমিতালী ফাউন্ডেশনেরে উদ্যেগে গাছ বিতরণ

গাছ রোপণের তাগিদ দিয়ে নতুন প্রজম্মের শিক্ষার্থীর হাতে গাছ তুলে দেন প্রধান অতিথি

স্টাফ রিপোর্টার নওগাঁ:   আগামী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী  পরিবর্তিত  পরিবেশ  রক্ষায় বৃক্ষ রোপন ও বিভিন্ন শ্রেনী পেশার মানষের মাঝে গাছ বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধুমিতালী ফাউন্ডেশন  । সম্প্রতি শহরের জগৎ সিংহ পুর মহল্লায় বৃক্ষ রোপণ ও বিতরণ কাজের উদ্বোধন করেন নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট ফজলে রাব্বি ।

এ সময় অন্যানোর মাঝে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের কাইন্সিল পৌর প্যানেল মেয়র সারোয়ার তামজিদ সম্রাট, সময় টিভির নওগাঁ স্টাফ রিপোর্টার ও ভিশন নিউজ টুডের সম্পাদক এম আর রকি, জেলা সমাজ সেবা অফিসার সাইদুর রহমান, বন্ধু মিতালী ফাউন্ডেশনের উপদেষ্টা  নজরুল ইসলাম ।  বন্ধু মিতালী ফাউন্ডেশনের সি ই ও নাজিম উদ্দিন তনুর সভাপতিত্বে অনুষ্টানে দেরশো নারী ও পুরুষের মাঝে ফলদ, বনজ, ও ঐষুধী গাছ বিতরণ করা হয় ।

সর্ব স্থরের মানুষ কে দেওয়া হয় গাছ

অনুষ্টানে প্রধান অতিথি এ্যাডভোকেট ফজলে রাব্বি বলেন, বন্ধু মিতালী ফাউন্ডেশনের মহতী এ উদ্যেগ বর্তমান সময়ে ব্যাপক গুরুত্ব বহন করে । পরিবেশের প্রতি অবহেলা ও দায়িত্বহীনতায় বিরুপ প্রভাব মোকাবিলা করতে হচ্ছে আমাদের । অতি বৃষ্টি, তীব্র খড়া ও অতি শীত হচ্ছে প্রকৃতিতে । প্রধান অতিথি বন্ধু মিতালীর এ আয়োজন কে সাধুবাদ জানান ।

অনুষ্টানে নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়

অনুষ্টানে পৌর প্যানেল মেয়র সারোয়ার তামজিদ সম্রাট বলেন, বন্ধু মিতালী ফাউন্ডেশনের সামাজিক কর্মকান্ড অন্যানো প্রতিষ্টান গুলোকে অনু স্বরন করা দরকার  । কারণ  এ মহুর্তে পরিবেশ কে নিয়ে আমাদের অধিক ভাবতে হবে । আগামীর সুন্দর পৃথিবীর জন্য এখনোই চিন্তা করে এগুতে হবে বলে তিনি মনে করেন ।  সাংবাদিক এম আর রকি বলেন,  গাছ লাগানো ও রক্ষার  মধ্যে দিয়ে আমাদের চারপাশের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে ।

 

বন্ধু মিতালী ফাউন্ডেশনের  প্রধান নির্বাহী নাজিম উদ্দিন তনু বলেন, বন্ধু মিতালী ফাউন্ডেশন সব সময় সমাজ ও মানুষের কল্যানে কাজ করে । প্রধানমন্ত্রীর ক্ষুধা দারিদ্র মুক্ত সুন্দর বাস যোগ্য বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার তা বাস্তবায়নে বন্ধৃু মিতালী ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে । আগামীতে এর ধারা বাহিকতা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি

শহরের বাইপাশ সড়কে প্রতিষ্টানের পক্ষ থেকে রোপন করা হয় গাছ   । 

 

পরে নওগাঁ বাইপাশ সড়কে প্রধান অতিথি সহ বন্ধু মিতালী ফাউন্ডেশনের কর্মকর্তারা একটি বৃক্ষ রোপন করেন ।

ট্যাগস

বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নওগাঁয় বন্ধুমিতালী ফাউন্ডেশনেরে উদ্যেগে গাছ বিতরণ

আপডেট সময় ০১:০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২

স্টাফ রিপোর্টার নওগাঁ:   আগামী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী  পরিবর্তিত  পরিবেশ  রক্ষায় বৃক্ষ রোপন ও বিভিন্ন শ্রেনী পেশার মানষের মাঝে গাছ বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধুমিতালী ফাউন্ডেশন  । সম্প্রতি শহরের জগৎ সিংহ পুর মহল্লায় বৃক্ষ রোপণ ও বিতরণ কাজের উদ্বোধন করেন নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট ফজলে রাব্বি ।

এ সময় অন্যানোর মাঝে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের কাইন্সিল পৌর প্যানেল মেয়র সারোয়ার তামজিদ সম্রাট, সময় টিভির নওগাঁ স্টাফ রিপোর্টার ও ভিশন নিউজ টুডের সম্পাদক এম আর রকি, জেলা সমাজ সেবা অফিসার সাইদুর রহমান, বন্ধু মিতালী ফাউন্ডেশনের উপদেষ্টা  নজরুল ইসলাম ।  বন্ধু মিতালী ফাউন্ডেশনের সি ই ও নাজিম উদ্দিন তনুর সভাপতিত্বে অনুষ্টানে দেরশো নারী ও পুরুষের মাঝে ফলদ, বনজ, ও ঐষুধী গাছ বিতরণ করা হয় ।

সর্ব স্থরের মানুষ কে দেওয়া হয় গাছ

অনুষ্টানে প্রধান অতিথি এ্যাডভোকেট ফজলে রাব্বি বলেন, বন্ধু মিতালী ফাউন্ডেশনের মহতী এ উদ্যেগ বর্তমান সময়ে ব্যাপক গুরুত্ব বহন করে । পরিবেশের প্রতি অবহেলা ও দায়িত্বহীনতায় বিরুপ প্রভাব মোকাবিলা করতে হচ্ছে আমাদের । অতি বৃষ্টি, তীব্র খড়া ও অতি শীত হচ্ছে প্রকৃতিতে । প্রধান অতিথি বন্ধু মিতালীর এ আয়োজন কে সাধুবাদ জানান ।

অনুষ্টানে নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়

অনুষ্টানে পৌর প্যানেল মেয়র সারোয়ার তামজিদ সম্রাট বলেন, বন্ধু মিতালী ফাউন্ডেশনের সামাজিক কর্মকান্ড অন্যানো প্রতিষ্টান গুলোকে অনু স্বরন করা দরকার  । কারণ  এ মহুর্তে পরিবেশ কে নিয়ে আমাদের অধিক ভাবতে হবে । আগামীর সুন্দর পৃথিবীর জন্য এখনোই চিন্তা করে এগুতে হবে বলে তিনি মনে করেন ।  সাংবাদিক এম আর রকি বলেন,  গাছ লাগানো ও রক্ষার  মধ্যে দিয়ে আমাদের চারপাশের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে ।

 

বন্ধু মিতালী ফাউন্ডেশনের  প্রধান নির্বাহী নাজিম উদ্দিন তনু বলেন, বন্ধু মিতালী ফাউন্ডেশন সব সময় সমাজ ও মানুষের কল্যানে কাজ করে । প্রধানমন্ত্রীর ক্ষুধা দারিদ্র মুক্ত সুন্দর বাস যোগ্য বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার তা বাস্তবায়নে বন্ধৃু মিতালী ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে । আগামীতে এর ধারা বাহিকতা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি

শহরের বাইপাশ সড়কে প্রতিষ্টানের পক্ষ থেকে রোপন করা হয় গাছ   । 

 

পরে নওগাঁ বাইপাশ সড়কে প্রধান অতিথি সহ বন্ধু মিতালী ফাউন্ডেশনের কর্মকর্তারা একটি বৃক্ষ রোপন করেন ।