স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে এক কৃষকের ৫ বিঘা জমির ধান ক্ষতিকর আগাছা নাশক প্রয়োগ করে পুড়িয়ে দিয়েছে দুরবৃত্তরা ।
ক্ষতিগ্রস্থ কৃষক এ ঘটনায় ৫ জন কে আসামী করে মহাদেবপুর থানায় মামলা করেছে । দোষীদের আটকের দাবীতে শনিবার দুপুরে মহাদেবপুর জোয়ানপুর মাঠে মানব বন্ধন করেছে এলাকার কয়েক শো কৃষক।
ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল হামিদ অভিযোগ করে জানান, চলতি মওসুমে সাড়ে ৪ বিঘা জমিতে রোপা আউশ ধান রোপন করেন। তরতাজা ধানের গোছালী দ্রতই বাড়ছিল।কিন্তু হটাৎ দানা বাঁধা স্বপ্ন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা ।
সরজমিন ধানের ক্ষেতে গিয়ে দেখা যায় ধানের গোছালীর উপরে পাতা গুলো মরে হলুদ হয়ে গেছে । নিস্প্রান পাতা গুলো শুকে মরে গেছে । জমি বর্গাদার আদ্দুল হামিদ বলেন দীর্ঘ দিন ধরে ভোগ দখল করা ওই জমি কিছু দিন আগে স্থানীয় বাসিন্দা মুনজুর মুরশেদ মালিকানা দাবী করে । কাগজপত্র নিয়ে থানায় বসা হয় । সেখানে বৈধ মালিকানা হামিদের পক্ষে আসে ।
এর পর থানা পুলিশ ওই জমিতে কোন হস্তক্ষেপ না করার জন্য মুনজুর মুরশেদ কে জানিয়ে দেয় । এ কারণে গেলো বোরো মওসুমে নির্বিঘ্নে ধান ঘরে তোলেন আব্দুল হামিদ । কিন্ত গত এক মাস ধরে মুনজুর মুরশেদ আবারো বিভিন্ন মাধ্যম দিয়ে হুমকি প্রদান করে ।
এর জের ধরেই গত বুধবার রাতে ধানের পাতায় আগাছা নাশক ক্ষতিকর বিষ প্রয়োগ করে । এতে সব ধান পুড়ে নষ্ট হয়ে গেছে । স্থানীয় বাসিন্দাদের মধ্যে জহুরুল ইসলাম, জিল্লুর রহমান আব্দুস সালাম জানান, এটা খুব অন্যায় করেছে । জমির বৈধ কাগজ পত্র থাকার পরও সম্পুর্ন দখলদারীর মতো সন্ত্রাসী দিয়ে ধানের এমন ক্ষতি করলো । তারা এর দোষীদের দৃষ্টান্ত মুলক বিচার দাবী করেন। বিষয় টি নিয়ে অভিযুক্ত মুনজুর মুরশেদের কাছে ফোনে জানতে চাওয়া হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি ।
কৃষক হামিদ লিখিত অভিযোগে রোপন করা ধানের প্রায় দু লাখ টাকা ফসল হানি হয়েছে বলে দাবী করেছেন । এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মির্জা আযম জানান বিষয় টি তদন্ত করা হয়েছে আইন গত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।