ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ Logo ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়: শাকিব খান Logo যুক্তরাজ্যে গেলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু! Logo নওগাঁ ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা Logo নির্বাচন দ্রুত হওয়া প্রয়োজন, নয়তো ষড়যন্ত্র বাড়বে: তারেক রহমান Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকের ‘রহস্যময়’ বার্তা

ক্রীড়া ডেক্স : জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে সিনিয়র ক্রিকেটারদের কেউ থাকছেন না। সাকিব আল হাসান তো আগেই ছুটি নিয়েছেন। বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদকে।

আদতে বিশ্রাম বলা হলেও মাহমুদউল্লাহ আর মুশফিকের দলে না থাকা নিয়ে আছে নানা গুঞ্জন। মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়ে সমালোচনা অনেক দিনের।

অধিনায়ক হিসেবে তিনি দলে থাকলে পারফর্ম না করলেও বাদ দেওয়ার উপায় ছিল না। এই বিষয়টি নিয়ে অস্বস্তিতে ছিল টিম ম্যানেজম্যান্ট। এবার বিশ্রামের কথা বলে আদতে বাদই দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে।

মুশফিকের ব্যাপারটাও প্রায় একরকম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বারবার অপরিনামদর্শী শট খেলে দলকে বিপদে ফেলেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে মুশফিকের রেকর্ডও তেমন ভালো না। সবমিলিয়ে তাকে নিয়েও সমালোচনা ছিল।

এক কথায় বলতে গেলে, মাহমুদউল্লাহ-মুশফিকের মতো সিনিয়র ছাড়া টি-টোয়েন্টি দল কেমন করে, সেটি দেখার জন্যই জিম্বাবুয়ে সফরে তরুণ দল পাঠাচ্ছে বিসিবি। এই তরুণ দলটি ভালো করলে মাহমুদউল্লাহ-মুশফিকের টি-টোয়েন্টি ক্যারিয়ার শঙ্কায় পড়ে যাবে।

ব্যাপারটা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন মুশফিক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ (শনিবার) এক রহস্যময় বার্তা দিয়েছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার।

মুশফিক একটি ছবি আপলোড দিয়েছেন, যাতে দেখা যাচ্ছে তিনি চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছেন। ক্লান্ত-অবসন্ন দেখা যাচ্ছে টাইগার উইকেটরক্ষককে। ছবিতে তিনি ঘুমের ইমোর সঙ্গে বিস্ময় আর মুখে আঙুল রেখে চুপ করার ইমোজিও ব্যবহার করেছেন।

অনেকেই মনে করছেন, ছবিটি তার কোনো প্র্যাকটিসের সময়ের হলেও এটা এখন আপলোড করে কিছুর ইঙ্গিত দিয়েছেন মুশফিক। তিনি সম্ভবত বোঝাতে চেয়েছেন অন্য কিছু। সেটা কী, কিছুটা তো আন্দাজ করাই যাচ্ছে।

এর আগে শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজের জন্য নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচিত হওয়ায় সোহানকে অভিনন্দন। তরুণ দলটির প্রতি আমার পূর্ণ সমর্থন আছে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই দলটি আসন্ন সিরিজে ইনশা আল্লাহ ভালো করবে।’

ট্যাগস

বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিকের ‘রহস্যময়’ বার্তা

আপডেট সময় ১২:৪৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২

ক্রীড়া ডেক্স : জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে সিনিয়র ক্রিকেটারদের কেউ থাকছেন না। সাকিব আল হাসান তো আগেই ছুটি নিয়েছেন। বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদকে।

আদতে বিশ্রাম বলা হলেও মাহমুদউল্লাহ আর মুশফিকের দলে না থাকা নিয়ে আছে নানা গুঞ্জন। মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়ে সমালোচনা অনেক দিনের।

অধিনায়ক হিসেবে তিনি দলে থাকলে পারফর্ম না করলেও বাদ দেওয়ার উপায় ছিল না। এই বিষয়টি নিয়ে অস্বস্তিতে ছিল টিম ম্যানেজম্যান্ট। এবার বিশ্রামের কথা বলে আদতে বাদই দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে।

মুশফিকের ব্যাপারটাও প্রায় একরকম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বারবার অপরিনামদর্শী শট খেলে দলকে বিপদে ফেলেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে মুশফিকের রেকর্ডও তেমন ভালো না। সবমিলিয়ে তাকে নিয়েও সমালোচনা ছিল।

এক কথায় বলতে গেলে, মাহমুদউল্লাহ-মুশফিকের মতো সিনিয়র ছাড়া টি-টোয়েন্টি দল কেমন করে, সেটি দেখার জন্যই জিম্বাবুয়ে সফরে তরুণ দল পাঠাচ্ছে বিসিবি। এই তরুণ দলটি ভালো করলে মাহমুদউল্লাহ-মুশফিকের টি-টোয়েন্টি ক্যারিয়ার শঙ্কায় পড়ে যাবে।

ব্যাপারটা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন মুশফিক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ (শনিবার) এক রহস্যময় বার্তা দিয়েছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার।

মুশফিক একটি ছবি আপলোড দিয়েছেন, যাতে দেখা যাচ্ছে তিনি চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছেন। ক্লান্ত-অবসন্ন দেখা যাচ্ছে টাইগার উইকেটরক্ষককে। ছবিতে তিনি ঘুমের ইমোর সঙ্গে বিস্ময় আর মুখে আঙুল রেখে চুপ করার ইমোজিও ব্যবহার করেছেন।

অনেকেই মনে করছেন, ছবিটি তার কোনো প্র্যাকটিসের সময়ের হলেও এটা এখন আপলোড করে কিছুর ইঙ্গিত দিয়েছেন মুশফিক। তিনি সম্ভবত বোঝাতে চেয়েছেন অন্য কিছু। সেটা কী, কিছুটা তো আন্দাজ করাই যাচ্ছে।

এর আগে শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজের জন্য নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচিত হওয়ায় সোহানকে অভিনন্দন। তরুণ দলটির প্রতি আমার পূর্ণ সমর্থন আছে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই দলটি আসন্ন সিরিজে ইনশা আল্লাহ ভালো করবে।’