ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ Logo ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়: শাকিব খান Logo যুক্তরাজ্যে গেলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু! Logo নওগাঁ ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা Logo নির্বাচন দ্রুত হওয়া প্রয়োজন, নয়তো ষড়যন্ত্র বাড়বে: তারেক রহমান Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা

২৫ বছরের মধ্যে এবারই প্রথম, র‌্যাংকিংয়ে নামই নেই ফেদেরার !

ক্রীড়া ডেক্স : উইম্বলডনের পর এটিপি যে র‌্যাংকিং প্রকাশ করেছে, তাতে নামই নেই রজার ফেদেরারের! ২৫ বছরের মধ্যে এবারই প্রথমবার এমন ঘটনা দেখতে হলো ৪০ বছর বয়সী সুইস টেনিস কিংবদন্তিকে।

১৯৯৭ সালের শেষ দিক থেকে পেশাদার টেনিস খেলতে শুরু করেন রজার ফেদেরার। তারপর থেকে কখনও এটিপি র‌্যাংকিং থেকে বাদ পড়তে হয়নি তাকে। এবার কেন বাদ পড়লেন?

এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো, চোটের জন্য গত ৫২ সপ্তাহ কোর্টের বাইরে রয়েছেন ফেদেরার। গত বছর উইম্বলডনের পর আর টেনিস খেলেননি তিনি। তাই এটিপি র‌্যাংকিংয়ে জায়গা হয়নি ২০টি গ্র্যান্ডস্ল্যামের মালিকের।

১৯৯৭ সালের ১৬ সেপ্টেম্বর পেশাদার টেনিসে পা রাখার সময় ফেদেরার ছিলেন এটিপি র‌্যাংকিংয়ে ৮০৩ নম্বরে। তিনিই পরে ৩১০ সপ্তাহ বিশ্বের এক নম্বর জায়গা দখলে রেখেছিলেন। টানা ২৩৭ সপ্তাহ ফেদেরারকে শীর্ষস্থান থেকে সরাতে পারেননি কেউ।

উইম্বলডন শুরুর আগেও ফেদেরার ছিলেন এটিপি র‌্যাংকিংয়ে ৯৭ নম্বরে। তাতে তিনি যে কোনো গ্র্যান্ডস্ল্যামেই সরাসরি খেলার সুযোগ পেতেন। কিন্তু মাত্র দু’সপ্তাহেই তার নাম উধাও হয়ে গেলো র‌্যাংকিং থেকে।

শেষ ৫২ সপ্তাহের অর্জিত পয়েন্টের হিসাবে এটিপি র‌্যাংকিংয়ে জায়গা পান টেনিস খেলোয়াড়রা। কিন্তু গত ৫২ সপ্তাহে ফেদেরার কোনো ম্যাচ না খেলায় তার সংগ্রহে কোনো র‌্যাংকিং পয়েন্টও নেই।

এদিকে ২১তম গ্র্যান্ডস্ল্যাম জিতেও র‌্যাংকিংয়ে তিন ধাপ নেমে গেছেন নোভাক জকোভিচ। সার্বিয়ান এই টেনিস তারকা এখন ৭ নম্বরে।

ট্যাগস

বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

২৫ বছরের মধ্যে এবারই প্রথম, র‌্যাংকিংয়ে নামই নেই ফেদেরার !

আপডেট সময় ০১:২০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

ক্রীড়া ডেক্স : উইম্বলডনের পর এটিপি যে র‌্যাংকিং প্রকাশ করেছে, তাতে নামই নেই রজার ফেদেরারের! ২৫ বছরের মধ্যে এবারই প্রথমবার এমন ঘটনা দেখতে হলো ৪০ বছর বয়সী সুইস টেনিস কিংবদন্তিকে।

১৯৯৭ সালের শেষ দিক থেকে পেশাদার টেনিস খেলতে শুরু করেন রজার ফেদেরার। তারপর থেকে কখনও এটিপি র‌্যাংকিং থেকে বাদ পড়তে হয়নি তাকে। এবার কেন বাদ পড়লেন?

এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো, চোটের জন্য গত ৫২ সপ্তাহ কোর্টের বাইরে রয়েছেন ফেদেরার। গত বছর উইম্বলডনের পর আর টেনিস খেলেননি তিনি। তাই এটিপি র‌্যাংকিংয়ে জায়গা হয়নি ২০টি গ্র্যান্ডস্ল্যামের মালিকের।

১৯৯৭ সালের ১৬ সেপ্টেম্বর পেশাদার টেনিসে পা রাখার সময় ফেদেরার ছিলেন এটিপি র‌্যাংকিংয়ে ৮০৩ নম্বরে। তিনিই পরে ৩১০ সপ্তাহ বিশ্বের এক নম্বর জায়গা দখলে রেখেছিলেন। টানা ২৩৭ সপ্তাহ ফেদেরারকে শীর্ষস্থান থেকে সরাতে পারেননি কেউ।

উইম্বলডন শুরুর আগেও ফেদেরার ছিলেন এটিপি র‌্যাংকিংয়ে ৯৭ নম্বরে। তাতে তিনি যে কোনো গ্র্যান্ডস্ল্যামেই সরাসরি খেলার সুযোগ পেতেন। কিন্তু মাত্র দু’সপ্তাহেই তার নাম উধাও হয়ে গেলো র‌্যাংকিং থেকে।

শেষ ৫২ সপ্তাহের অর্জিত পয়েন্টের হিসাবে এটিপি র‌্যাংকিংয়ে জায়গা পান টেনিস খেলোয়াড়রা। কিন্তু গত ৫২ সপ্তাহে ফেদেরার কোনো ম্যাচ না খেলায় তার সংগ্রহে কোনো র‌্যাংকিং পয়েন্টও নেই।

এদিকে ২১তম গ্র্যান্ডস্ল্যাম জিতেও র‌্যাংকিংয়ে তিন ধাপ নেমে গেছেন নোভাক জকোভিচ। সার্বিয়ান এই টেনিস তারকা এখন ৭ নম্বরে।