ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

ব্যর্থতার দায় নিজেই নিলেন তামিম

ক্রীড়া ডেক্স : ব্যাটারদের ব্যর্থতায় সেন্ট লুসিয়া টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ২৩৪ রানে। এই ম্যাচেও দলকে ভালো শুরু এনে দিতে পারেননি বাংলাদেশের ওপেনাররা। এদিন বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় ৪১ রানে।

মাহমুদুল হাসান জয় ১০ রান করে ফিরলেও তামিম ইকবালের ব্যাট থেকে এসেছে ৪৬ রানের ইনিংস। দিন শেষে ব্যর্থতার দায়টা নিজের কাঁধেই নিয়েছেন তামিম। ভালো শুরুর পরও ইনিংস বড় করতে না পারায় হতাশ এই টাইগার ওপেনার।

সেন্ট লুসিয়ায় প্রথম দিনের খেলা শেষে তামিম বলেন, ‘টেস্ট ক্রিকেটে এমন শুরু পেলে ইনিংসগুলো সাধারণত বড় হয়। দুঃখজনক এই ইনিংসটাকে বড় করতে পারিনি। দলের অভিজ্ঞ সদস্য হিসেবে এমন শুরু পেলে আমার উচিত ছিল সেটাকে বড় করা।’

আক্ষেপের সুরে তারকা এই ওপেনার বলেন, ‘বলটা হয়তো আমি ছেড়ে দিতে পারতাম। বলটি হুট করে উঠে আমার ব্যাটের স্টিকারে লাগে। আসলে এর জন্য অজুহাত দেওয়া ঠিক হবে না।’

ভালো শুরু করেও ইনিংস বড় করতে না পারা সম্পর্কে তামিম বলেন, ‘যদি জুটি বড় হয়, ইনিংসটাও বড় হয়। আমরা ভালো শুরু করেছি। কিন্তু বড় সংগ্রহ হয়নি। ১০৫ রানে দুই উইকেট ছিল, সেখান থেকে মিডল অর্ডারে ধস নামে। সুযোগ কাজে লাগাতে পারিনি।’

সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ বড় সংগ্রহ গড়তে না পারলেও দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন লিটন দাস। আট বাউন্ডারিতে ৭০ বলে এই ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ তামিমের। নয় চারে ৬৭ বলে ৪৬ রান করেন তিনি।

দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬৭ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩২ রানে অপরাজিত জন ক্যাম্ববেল। তাঁর সঙ্গে আছেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট (৩০)।

 

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

ব্যর্থতার দায় নিজেই নিলেন তামিম

আপডেট সময় ১২:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২

ক্রীড়া ডেক্স : ব্যাটারদের ব্যর্থতায় সেন্ট লুসিয়া টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ২৩৪ রানে। এই ম্যাচেও দলকে ভালো শুরু এনে দিতে পারেননি বাংলাদেশের ওপেনাররা। এদিন বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় ৪১ রানে।

মাহমুদুল হাসান জয় ১০ রান করে ফিরলেও তামিম ইকবালের ব্যাট থেকে এসেছে ৪৬ রানের ইনিংস। দিন শেষে ব্যর্থতার দায়টা নিজের কাঁধেই নিয়েছেন তামিম। ভালো শুরুর পরও ইনিংস বড় করতে না পারায় হতাশ এই টাইগার ওপেনার।

সেন্ট লুসিয়ায় প্রথম দিনের খেলা শেষে তামিম বলেন, ‘টেস্ট ক্রিকেটে এমন শুরু পেলে ইনিংসগুলো সাধারণত বড় হয়। দুঃখজনক এই ইনিংসটাকে বড় করতে পারিনি। দলের অভিজ্ঞ সদস্য হিসেবে এমন শুরু পেলে আমার উচিত ছিল সেটাকে বড় করা।’

আক্ষেপের সুরে তারকা এই ওপেনার বলেন, ‘বলটা হয়তো আমি ছেড়ে দিতে পারতাম। বলটি হুট করে উঠে আমার ব্যাটের স্টিকারে লাগে। আসলে এর জন্য অজুহাত দেওয়া ঠিক হবে না।’

ভালো শুরু করেও ইনিংস বড় করতে না পারা সম্পর্কে তামিম বলেন, ‘যদি জুটি বড় হয়, ইনিংসটাও বড় হয়। আমরা ভালো শুরু করেছি। কিন্তু বড় সংগ্রহ হয়নি। ১০৫ রানে দুই উইকেট ছিল, সেখান থেকে মিডল অর্ডারে ধস নামে। সুযোগ কাজে লাগাতে পারিনি।’

সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ বড় সংগ্রহ গড়তে না পারলেও দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন লিটন দাস। আট বাউন্ডারিতে ৭০ বলে এই ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ তামিমের। নয় চারে ৬৭ বলে ৪৬ রান করেন তিনি।

দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬৭ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩২ রানে অপরাজিত জন ক্যাম্ববেল। তাঁর সঙ্গে আছেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট (৩০)।