মোংলা প্রতিনিধি :সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে বাগদা ও গলদার চিংড়ির রেনু আহরণের সময় ১২ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। বৃহস্পতিবার (৯ জুন) তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (৮ জুন) রাতে পূর্ব বনবিভাগের শরণখোলা স্টেশনের আড়াইবেকীর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চারটি নৌকা, আটটি রেনু পোনা ধরা নেট জাল, চারটি সোলার প্যানেল, চারটি ব্যাটারিসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
আটকরা হলেন- জেলার শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের খালেক জমাদ্দার (৬৬), মিরাজ হাওলাদার (৬৫), ছগির হাওলাদার (৪৩), সামাদ হাওলাদার (৩২), মালেক জমাদ্দার (৫০), জলিল হাওলাদার (৪৫), ছিদ্দিকুর রহমান (৪০), রফিকুল হাওলাদার (৩৮),হালিম পহলান (৪০), শরণখোলা গ্রামের নজরুল হাওলাদার (৪২), ইসমাইল হাওলাদার ও উত্তর সাইথখালী গ্রামের হাবিব শেখ (৫০)।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলছে। কিন্তু এসব অসাধু জেলেরা সেই নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে বাগদা ও গলদা রেনু পোনা আহরণের জন্য সংরক্ষিত বনে প্রবেশ করেন।