খুলনা প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও ভ্যানের ওপর উঠে যায় একটি যাত্রীবাহী বাস। এ সময় তিনটি গাড়ি খাদে পড়ে যায়। এতে দুজন নিহত এবং আহত হয়েছেন অন্তত ১২ জন।
বুধবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরার তালা উজেলার বাসিন্দা ও ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আলী ওসমান (৩২) ও ডুমুরিয়া উপজেলার বাসিন্দা দিন মজুর আব্দুল খালেক (৬৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে তালা থেকে মোটরসাইকেলযোগে খুলনার দিকে আসছিলেন আলী ওসমান। পথে একটি ভ্যানকে ওভারটেক করছিলেন তিনি।
এ সময় খুলনা থেকে আসা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও ভ্যানের ওপর উঠিয়ে দিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হন বাসের ১২ যাত্রী। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।