ঢাকা ০২:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় ট্রেনের ধাক্কায় নিহত ১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় মোসলেম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

মোসলেম উদ্দিন উপজেলার শুটকিগাছা গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, বিকেলে ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি আহসানগঞ্জ স্টেশন অতিক্রম করছিল। এসময় মোসলেম উদ্দিন লাইন পার হচ্ছিলেন। এক পর্যায়ে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান।

আত্রাই রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, মোসলেম উদ্দিন আহসানগঞ্জ স্টেশনের প্লাটফর্মে ওঠার চেষ্টা করছিলেন। এসময় ট্রেনের ধাক্কার ঘটনাস্থলেই তিনি মারা যান।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নওগাঁয় ট্রেনের ধাক্কায় নিহত ১

আপডেট সময় ০১:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় মোসলেম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৩ মে) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

মোসলেম উদ্দিন উপজেলার শুটকিগাছা গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে।

রেলওয়ে পুলিশ জানায়, বিকেলে ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি আহসানগঞ্জ স্টেশন অতিক্রম করছিল। এসময় মোসলেম উদ্দিন লাইন পার হচ্ছিলেন। এক পর্যায়ে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান।

আত্রাই রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, মোসলেম উদ্দিন আহসানগঞ্জ স্টেশনের প্লাটফর্মে ওঠার চেষ্টা করছিলেন। এসময় ট্রেনের ধাক্কার ঘটনাস্থলেই তিনি মারা যান।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।