ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর আড়তে বেড়েছে মাছের যোগান, দামও চড়া

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ নওগাঁর আরতে বেড়েছে চাষ করা রই, কাতল, মৃগেল ও কার্প জাতীয় মাছের সরবরাহ । সরবরাহ বাড়লেও চাহিদা বাড়ায় সব ধরণের মাছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে দর । হটাৎ মাছের বাড়তি দরে ক্রেতারা পড়েছেন বেকায়দায় ।

তবে মাছ চাষীরা বলছেন মাছ চাষের খাদ্যর দর গেলো ১৫ দিনে বেড়েছে দ্বিগুন এতে লাভ হচ্ছে না তাদের ।
ভোর সকাল থেকেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরব সান্তাহার বাইপাস পাইকারি মাছের আড়ত। গেলো ক দিনের চেয়ে এ আড়তে বেড়েছে সব ধরণের মাছের সরবরাহ।চা

ষের রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়া ও কার্প জাতীয় মাছের সরবরাহ বেশি । কিন্ত গত সপ্তাহের ব্যবধানে  সব ধরণের মাছে কেজিতে ১০ থেকে ৫৫ টাকা বেড়েছে দর ।মাছের বাড়তি দরে ক্রেতারা বেকায়দায় পড়লেও চাষীরা বলছেন সপ্তাহের ব্যবধানে খাদ্যর দর বেড়েছে দ্বিগুন এতে লাভ হচ্ছে না তাদের।

আদম দীঘি এলাকার এক মাছচাষীর সাথে কথা বললে তিনি জানান, ৭ মন দেশীয় মাছ নিয়ে  এসেছেন তিনি। গত এক সপ্তাহে মাছের যে ফিড রয়েছে তার দাম কেজিতে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়ে গেছে । এত মাছ বিক্রি করে তেমন কোনো লাভ করতে পারছেন না তারা।

সান্তাহার মাছ আড়ত সহ সভাপতি মো: জিয়াদুল হক জিয়া বলেন, আশপাশে এলাকায় বেশ কয়েকটি মাছের মেলা হচ্ছে এতে মাছের চাহিদা বেড়েছে । তিনি আরও জানান এখানে ২৬টি আড়তের মাধ্যমে প্রতিদিন ৪০ থেকে ৪৫ লাখ টাকার মাছ বেচাকেনা হয়।

স্থানীয় মৎস্য বিভাগের তত্যমতে এ জেলায় ৭ নদী ও সাড়ে ৪ হাজার পুকুর জলাশয়ে ২২ হাজার নিবন্ধিত মাছ চাষী মাছ চাষ কারবার করেন ।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁর আড়তে বেড়েছে মাছের যোগান, দামও চড়া

আপডেট সময় ১২:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ নওগাঁর আরতে বেড়েছে চাষ করা রই, কাতল, মৃগেল ও কার্প জাতীয় মাছের সরবরাহ । সরবরাহ বাড়লেও চাহিদা বাড়ায় সব ধরণের মাছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে দর । হটাৎ মাছের বাড়তি দরে ক্রেতারা পড়েছেন বেকায়দায় ।

তবে মাছ চাষীরা বলছেন মাছ চাষের খাদ্যর দর গেলো ১৫ দিনে বেড়েছে দ্বিগুন এতে লাভ হচ্ছে না তাদের ।
ভোর সকাল থেকেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরব সান্তাহার বাইপাস পাইকারি মাছের আড়ত। গেলো ক দিনের চেয়ে এ আড়তে বেড়েছে সব ধরণের মাছের সরবরাহ।চা

ষের রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়া ও কার্প জাতীয় মাছের সরবরাহ বেশি । কিন্ত গত সপ্তাহের ব্যবধানে  সব ধরণের মাছে কেজিতে ১০ থেকে ৫৫ টাকা বেড়েছে দর ।মাছের বাড়তি দরে ক্রেতারা বেকায়দায় পড়লেও চাষীরা বলছেন সপ্তাহের ব্যবধানে খাদ্যর দর বেড়েছে দ্বিগুন এতে লাভ হচ্ছে না তাদের।

আদম দীঘি এলাকার এক মাছচাষীর সাথে কথা বললে তিনি জানান, ৭ মন দেশীয় মাছ নিয়ে  এসেছেন তিনি। গত এক সপ্তাহে মাছের যে ফিড রয়েছে তার দাম কেজিতে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়ে গেছে । এত মাছ বিক্রি করে তেমন কোনো লাভ করতে পারছেন না তারা।

সান্তাহার মাছ আড়ত সহ সভাপতি মো: জিয়াদুল হক জিয়া বলেন, আশপাশে এলাকায় বেশ কয়েকটি মাছের মেলা হচ্ছে এতে মাছের চাহিদা বেড়েছে । তিনি আরও জানান এখানে ২৬টি আড়তের মাধ্যমে প্রতিদিন ৪০ থেকে ৪৫ লাখ টাকার মাছ বেচাকেনা হয়।

স্থানীয় মৎস্য বিভাগের তত্যমতে এ জেলায় ৭ নদী ও সাড়ে ৪ হাজার পুকুর জলাশয়ে ২২ হাজার নিবন্ধিত মাছ চাষী মাছ চাষ কারবার করেন ।