ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলের প্লে-অফ কলকাতায়

ক্রীড়া ডেক্স : বরাবরের ন্যায় এবারও প্লে-অফ এবং ফাইনালের ভেন্যু চূড়ান্ত না করেই প্রথম পর্বের খেলার সূচি প্রকাশ করেছিল আইপিএল গভর্নিং কাউন্সিল। প্রথম পর্বের অর্ধেকের বেশি ম্যাচ শেষ হওয়ার পর জানা গেলো প্লে-অফ ও ফাইনালের ভেন্যু।

শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অ্যাপেক্স কাউন্সিলের সভার পর চূড়ান্ত করা হয়েছে এ চার ম্যাচের ভেন্যু। পূর্ণ গ্যালারির দর্শকদের সামনে কলকাতার ইডেন গার্ডেন্স ও আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে প্লে-অফ ও ফাইনাল।

আগামী ২৪ মে মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। একদিন বিরতি দিয়ে হবে এলিমিনেটর ম্যাচ। এ দুই ম্যাচের ভেন্যু ইডেন গার্ডেন্স। পরে ২৭ মে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৯ মে শিরোপা নির্ধারণী ফাইনাল। এ দুই ম্যাচই হবে আহমেদাবাদে।

সংবাদমাধ্যমে বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘আইপিএলে নক-আউট ম্যাচগুলো হবে কলকাতা ও আহমেদাবাদে। আগামী ২২ মে প্রথম পর্বের খেলা শেষ হওয়ার পর প্লে-অফ ও ফাইনাল ম্যাচে পূর্ণ গ্যালারি দর্শক থাকবে।’

একই সভায় সিদ্ধান্ত হয়েছে তিন ম্যাচের নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জ হবে ২৪ থেকে ২৮ মে’র মধ্যে। এই তিন ম্যাচ হবে লখনৌয়ের একানা স্টেডিয়ামে।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

আইপিএলের প্লে-অফ কলকাতায়

আপডেট সময় ১০:৫৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২

ক্রীড়া ডেক্স : বরাবরের ন্যায় এবারও প্লে-অফ এবং ফাইনালের ভেন্যু চূড়ান্ত না করেই প্রথম পর্বের খেলার সূচি প্রকাশ করেছিল আইপিএল গভর্নিং কাউন্সিল। প্রথম পর্বের অর্ধেকের বেশি ম্যাচ শেষ হওয়ার পর জানা গেলো প্লে-অফ ও ফাইনালের ভেন্যু।

শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অ্যাপেক্স কাউন্সিলের সভার পর চূড়ান্ত করা হয়েছে এ চার ম্যাচের ভেন্যু। পূর্ণ গ্যালারির দর্শকদের সামনে কলকাতার ইডেন গার্ডেন্স ও আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে প্লে-অফ ও ফাইনাল।

আগামী ২৪ মে মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। একদিন বিরতি দিয়ে হবে এলিমিনেটর ম্যাচ। এ দুই ম্যাচের ভেন্যু ইডেন গার্ডেন্স। পরে ২৭ মে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৯ মে শিরোপা নির্ধারণী ফাইনাল। এ দুই ম্যাচই হবে আহমেদাবাদে।

সংবাদমাধ্যমে বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘আইপিএলে নক-আউট ম্যাচগুলো হবে কলকাতা ও আহমেদাবাদে। আগামী ২২ মে প্রথম পর্বের খেলা শেষ হওয়ার পর প্লে-অফ ও ফাইনাল ম্যাচে পূর্ণ গ্যালারি দর্শক থাকবে।’

একই সভায় সিদ্ধান্ত হয়েছে তিন ম্যাচের নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জ হবে ২৪ থেকে ২৮ মে’র মধ্যে। এই তিন ম্যাচ হবে লখনৌয়ের একানা স্টেডিয়ামে।