ক্রীড়া ডেক্স : ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের চলতি আসরের ৩২তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। মুম্বাইয়ে সেই ম্যাচে দিল্লি জয় পেয়েছে ৯ উইকেটে।
পাঞ্জাবের দেওয়া ১১৬ রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেন দিল্লির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও পৃথবী শ। দুজনে পাওয়ার প্লেতেই তুলে ফেলেন ৮১ রান।২০ বলে ৪১ রান করে শ বিদায় নিলেও ওয়ার্নার অপরাজিত থাকেন ৩০ বলে ৬০ রান করে। দিল্লি জয়ের বন্দরে নোঙর করে মাত্র ১০ দশমিক ৩ ওভারেই।এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাঞ্জাব। দলীয় ৩৩ রানে পাঞ্জাব ওপেনার শিখর ধাওয়ানকে (৯) ফেরান ললিত যাদব। এর পরের ওভারে আক্রমনে এসেই পাঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালকে (২৪) বোল্ড করেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।
এরপর আর ঘুরে দাড়াতে পারেনি পাঞ্জাব। মুস্তাফিজের করা ২০তম ওভারের শেষ বলে রানআউটের মধ্য দিয়ে ১১৫ রানে অলআউট হয় তারা। মুস্তাফিজ ৪ ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট নেন। এছাড়া খলিল আহমেদ, ললিত যাদব, অক্ষর প্যাটেল ও কুলদ্বিপ যাদব ২টি করে উইকেট নেন।