স্টাফ রিপোর্টার নওগাঁ: কৃষকের শেষ সম্বল নষ্ট করে দিল সন্ত্রীরা । রাতের আধারে শক্রতা করে বেগুন ও চাষ করা নেপিয়ার ঘাষে ক্ষতিকর বিষ প্রয়োগ করে পুড়িয়ে দিয়েছে ।
ঘটনাটি নওগাঁর হাপানিয়া ইউনিয়নের আবাদ পুর গ্রামে । ওই গ্রামের আলতাবে হোসেন চৌধুরী অভিযোগ করেন, তার বসত বাড়ীর পার্শে প্রায় দের বিঘা পরিমান জমিতে বেগুন ও নেপিয়ার ঘাস রোপন করেন । কিন্ত গত রোববার রাতে চাষ করা ওইসব ফসলে ক্ষতিকর বিষ দেয় দুর্বৃত্তরা । এতে ঘাস পুরে বিবর্ন হয়ে গেছে । এ ছাড়া সেখানে লাগানো বেগুনের গাছ উপরে ফেলা হয়েছে ।
কৃষক আলতাবের দাবী তার এ জমি হটাৎ করে রেকর্ড সুত্র ধরে দাবী করছে মিঠু শাহিন ও মাজেদ নামের ক জন । দীর্ঘ কয়েক যুগ ধরে আলতাব তার দখলে রাখা সম্পত্তি প্রতিপক্ষরা দাবী করলে স্থানীয় ভাবে সালিস বৈঠকে আলতাবের পক্ষে রায় দেয় । কিন্ত প্রভাব খাটিয়ে সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে ওই প্রতিবেশীরা ।
আলতাবের দাবী রাতের আধারে ফসল বিনষ্ট করেছে ভুমি দাবী করা ওইসব ব্যাক্তিরা । বিষয় টি নিয়ে সরজমিনে গেলে গ্রামের ৯০ ভাগ মানুষ ফসলের সাথে এমন বর্বরতার নিন্দা জানায় । এ ছাড়া ঘটনার দোষীদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার দাবী করে । এ ব্যাপারে কৃষক আলতাব নওগাঁ সদর মডেল থানায় একটি অভিযোগ দিয়েছে । এতে দাবী করা হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ফসল নষ্ট হয়েছে । এ ব্যাপারে অভিযুক্ত শাহিনের সাথে কথা বলা হলে তিনি দাবী করেন তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় ।