ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পরক্রিয়ার জের, নওগাঁর রাণীনগরে ভুল দরজায় নক করে প্রাণ গেল রতনের

নিহত রতন

স্টাফ রিপোর্টার নওগাঁ: পরক্রিয়ার জের ধরে  নওগাঁর রানীনগরে  রতন নামের এক ব্যাক্তি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে  । শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে । এ ঘটনায় হত্যাকারী সন্দেহে   ২  জন কে আটক করেছে পুলিশ ।

স্থানীয়রা জানায়   নিহত রতন প্রতিবেশী সুশীলের বাড়ীতে যাতায়াত করতো । এর মাঝে সুশীলের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে রতন । বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার সালিস বৈঠক হয় । রতন কে সুশীলের বাড়ী যাওয়া নিষেধ করে । এদিকে রতনের অবৈধ এ সম্পর্ক নিয়ে দু পরিবারেই তৈরি হয় অশান্তি । নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বেশ কজন জানান, রতন চারিত্রিক ভাবে এলাকায় লম্পট নামে বেশি পরিচিত । প্রায় ১শ বিঘা জমি রয়েছে রতনের । এ ছাড়া রয়েছে বেশ কয়েকটি পুকুর ।

পুকুরে মাছ চাষের নাম করে বাড়ী থেকে সন্ধার পর বের হয়ে আর বাড়ী ফিরতো না সে ।  বিষয়টি নিয়ে দাম্পত্য বিরোধ চলছিল রতনের পরিবারে । এদিকে সুশীলের বাড়ীতে মাঝে মধ্যে রাতে যাওয়া নিয়ে এলাকায় অনেক দিন ধরেই সমালোচনা চলছিল । এ নিয়ে সুশীল ও তার স্ত্রীর বিরোধ দেখা দেয় ।  এতে রাতে দুজন দু ঘরে থাকতো বলে জানায় তার স্বজনা । গেলো রাত দু টার ২ টার দিকে রতন সুশীলের বাড়ীতে যায় । সে সুশীলের স্ত্রীর ঘর মনে করে দরজায় নক করে । কিন্ত ভুল করে সে ঘরে থাকা সুশীল দরজা খুলে । আগে থেকেই প্রস্তত করা ধারালো অস্ত্র দিয়ে সুশীল এলোপাথারী কোপাথে থাকে রতন কে । এতে শরীরর একাধিক স্থানে ক্ষত বিক্ষত রতনের রক্ত ক্ষরন হয় । রাতেই মারা যায় রতন ।   ঘটনার পর পুলিশ অভিযুক্ত সুশীল ও তার স্ত্রী কে আটক করে ।  রাণীনগর থানার ভার প্রাপ্ত কর্মকর্তার শাহীন আলম জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশীল এ হত্যা কান্ডের কথা স্বীকার করেছে  ।

পুলিশ লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের  মর্গে প্রেরণ করেছে ।

 

 

 

ট্যাগস
সর্বাধিক পঠিত

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

পরক্রিয়ার জের, নওগাঁর রাণীনগরে ভুল দরজায় নক করে প্রাণ গেল রতনের

আপডেট সময় ০১:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২

স্টাফ রিপোর্টার নওগাঁ: পরক্রিয়ার জের ধরে  নওগাঁর রানীনগরে  রতন নামের এক ব্যাক্তি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে  । শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে । এ ঘটনায় হত্যাকারী সন্দেহে   ২  জন কে আটক করেছে পুলিশ ।

স্থানীয়রা জানায়   নিহত রতন প্রতিবেশী সুশীলের বাড়ীতে যাতায়াত করতো । এর মাঝে সুশীলের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে রতন । বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার সালিস বৈঠক হয় । রতন কে সুশীলের বাড়ী যাওয়া নিষেধ করে । এদিকে রতনের অবৈধ এ সম্পর্ক নিয়ে দু পরিবারেই তৈরি হয় অশান্তি । নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বেশ কজন জানান, রতন চারিত্রিক ভাবে এলাকায় লম্পট নামে বেশি পরিচিত । প্রায় ১শ বিঘা জমি রয়েছে রতনের । এ ছাড়া রয়েছে বেশ কয়েকটি পুকুর ।

পুকুরে মাছ চাষের নাম করে বাড়ী থেকে সন্ধার পর বের হয়ে আর বাড়ী ফিরতো না সে ।  বিষয়টি নিয়ে দাম্পত্য বিরোধ চলছিল রতনের পরিবারে । এদিকে সুশীলের বাড়ীতে মাঝে মধ্যে রাতে যাওয়া নিয়ে এলাকায় অনেক দিন ধরেই সমালোচনা চলছিল । এ নিয়ে সুশীল ও তার স্ত্রীর বিরোধ দেখা দেয় ।  এতে রাতে দুজন দু ঘরে থাকতো বলে জানায় তার স্বজনা । গেলো রাত দু টার ২ টার দিকে রতন সুশীলের বাড়ীতে যায় । সে সুশীলের স্ত্রীর ঘর মনে করে দরজায় নক করে । কিন্ত ভুল করে সে ঘরে থাকা সুশীল দরজা খুলে । আগে থেকেই প্রস্তত করা ধারালো অস্ত্র দিয়ে সুশীল এলোপাথারী কোপাথে থাকে রতন কে । এতে শরীরর একাধিক স্থানে ক্ষত বিক্ষত রতনের রক্ত ক্ষরন হয় । রাতেই মারা যায় রতন ।   ঘটনার পর পুলিশ অভিযুক্ত সুশীল ও তার স্ত্রী কে আটক করে ।  রাণীনগর থানার ভার প্রাপ্ত কর্মকর্তার শাহীন আলম জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশীল এ হত্যা কান্ডের কথা স্বীকার করেছে  ।

পুলিশ লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের  মর্গে প্রেরণ করেছে ।