নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় ফারুক (২৬) নামে এক ট্রাক্টর ড্রাইভারে মৃত্যু হয়েছে। নিহত ড্রাইভার সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এমাজউদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে সাপাহার থেকে ট্রাক্টর চালক ফারুক তার নিজের বাহনটি নিয়ে সাপাহার-পোরশা সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার ট্রাক্টরটি বাসুল ডাঙ্গা মোড়ের কাছে পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাক্টর চালক ফারুক গুরুতর আহত হন। তখন স্থানীয় লোকজন আহত ফারুককে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এরপর রাজশাহী নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সঙ্গে কথা হলে বিষয়টি তিনি জেনেছেন বলে দৈনিক অধিকারকে জানান। ঘটনাস্থলে এরই মধ্যে পুলিশ পাঠানো হয়েছে বলে দাবি এই কর্মকর্তার।