এইচ.এম. শাহরীয়ারঃ স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে কবি পরিষদের উদ্যোগ নওগাঁর পত্নীতলায় কবি সাহিত্যকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে । এ সময় বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের মাঝে সন্মাননা স্মারক এবং পদক তুলে দেওয়া হয়।
যারা যারা সন্মাননা পেলেন
প্রধান অতিথি আবু বক্কর সিদ্দিক চেয়ারম্যান ঘোষণগর ইউ পি, পত্নীতলা নওগাঁ।
মওলানা মুফতী মোঃ মোস্তাফিজুর রহমান ইসলামি চিন্তাবিদ। প্রফেসর মীর আবদুর রাজজাক সাবেক বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।এ্যাড আমিনুল ইসলাম চৌধুরী সাবেক পিপি ও সভাপতি ল বারের। প্রধান আলোচক খসরু চৌধুরী প্রিয় সাহিত্যক গবেষক অনুবাধক,অধ্যক্ষ আরিফুর রহমান চেয়ারম্যান,রাইগাঁ ইউপি, প্রধান পৃষ্টপোষক জমিদার সোহেল চৌধুরী, নওগাঁ খিরসীন গ্রুপ ঢাকা ।বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি হুমায়ুন,কবির চৌধুরী,
বিশেষ অতিথি হাসান মুহাম্মদ শাহরিয়ার সাংবাদিক এবং মানবাধিকার সভাপতি প্রধান উপদেষ্টা পত্নীতলা কবি পরিষদ নওগাঁ। বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুর রহমান (রানা) প্রতিষ্ঠাতা পরিচালকঃ রসুলপুর উন্নয়ন সংস্থা রউস। পত্নীতলা নওগাঁ। মোরশেদ আলম সমাসেবক এবং ব্যবসায়ী নজিপুর পত্নীতলা নওগাঁ। মোঃ কামরুজ্জামান মিলটন ৯ নং ইউপি সদস্য সাবেক (২) আমন্ত্রিত কবি বৃন্দ আহমেদ হোসেন বাবু কবিআবৃত্তিকার উপদেষ্টা পত্নীতলা কবি পরিষদ। ইসমাইল হোসেন মণ্ডল কবি সাহিত্য ছড়াকার মহাদেবপুর নওগাঁ। কবি ইসমাইল হোসেন মন্ডল কবি মোহাম্মদ আলী,
কবি দীন বন্ধু চিস্তী আব্দুল খালেক, ইউনুছার রহমান সাংবাদিক কবি সহ সভাপতি পত্নীতলা কবি পরিষদ। ইকতিয়ার আজাদ, কবি সাংবাদিক,সাধারণ সম্পাদক পত্নীতলা কবি পরিষদ।
মোঃ আককাস আলী।কবি সাংবাদিক কলামিষ্ট, সভাপতি জাতীয় কবিতা পরিষদ মহাদেবপুর নওগাঁ। চিকিৎসক সামিউল হোসাইন।
সাংগঠনিক সম্পাদক পত্নীতলা কবি পরিষদ নওগাঁ প্রধান সঞ্চালনা সাদিয়া আরেফিন,কবি, সাহিত্যক,আবৃত্তিকার বাংলাদেশ বেতার রাজশাহী। সহযোগি সঞ্চালক ও আবৃত্তিকারমারিয়া নূর। কবি গীতিকার সাংবাদিক সহঃ সাধারণ সম্পাদক পত্নীতলা কবি পরিষদ প্রবাসী সাম্যের প্রিয় কবি লুফর রহমান। সার্বিক ব্যাবস্থাপনায় কবি চিকিৎসক গুলজার রহমান।
সভাপতি পত্নীতলা কবি পরিষদ নওগাঁ। অনুষ্ঠান শেষে গুণীজন এবং কবিদের সন্মাননা তুলে দেয়।