ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সরোয়ার হোসেন নামে ট্রাকচালক এবং সাইফুল ইসলাম নামে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়।

এতে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। শুক্রবার ভোরের দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির ফকিরপাড়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

ইট ভর্তি ট্রাকের চালক সরোয়ার হোসেন (৪৫) বগুড়া জেলার নন্দীগ্রাম এলাকার নওয়াব আলীর ছেলে এবং হেলপার সাইফুল ইসলাম (৪৮) নওগাঁ জেলার সিংড়া থানার জয়নগর কলম গ্রামের মৃত ময়েজউদ্দিনের ছেলে।

এসময় আহত দুইজনের মধ্যে রয়েছেন, আলুর ট্রাকের চালক নওগাঁ জেলার মহাদেবপুর গ্রামের সাইদুল ইসলাম (৪০) ও ওই গাড়ির হেলপার তার পরিচয় পাওয়া যায়নি। তাদের হাসপাতালে ভর্তি করা হলে সবার অগোচরে হাসপাতাল থেকে তারা পালিয়ে যায় বলে জানা যায়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আশ্রাফুল ইসলাম জানান, পাবনা থেকে ইট ইট বোঝাই একটি ট্রাক পঞ্চগড়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই ট্রাকটি নওগাঁর দিকে যাচ্ছিল। মহাসড়কের ফুলবাড়ীর ফকিরপাড়া এলাকায় ইট বোঝাই ট্রাকটি নিজের সাইড থেকে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই ট্রাকের সাইডে চলে যায়। এসময় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ইট ভর্তি ট্রাকের চালক ঘুম চোখে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

ফুলবাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০৪:৫৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সরোয়ার হোসেন নামে ট্রাকচালক এবং সাইফুল ইসলাম নামে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়।

এতে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। শুক্রবার ভোরের দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির ফকিরপাড়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

ইট ভর্তি ট্রাকের চালক সরোয়ার হোসেন (৪৫) বগুড়া জেলার নন্দীগ্রাম এলাকার নওয়াব আলীর ছেলে এবং হেলপার সাইফুল ইসলাম (৪৮) নওগাঁ জেলার সিংড়া থানার জয়নগর কলম গ্রামের মৃত ময়েজউদ্দিনের ছেলে।

এসময় আহত দুইজনের মধ্যে রয়েছেন, আলুর ট্রাকের চালক নওগাঁ জেলার মহাদেবপুর গ্রামের সাইদুল ইসলাম (৪০) ও ওই গাড়ির হেলপার তার পরিচয় পাওয়া যায়নি। তাদের হাসপাতালে ভর্তি করা হলে সবার অগোচরে হাসপাতাল থেকে তারা পালিয়ে যায় বলে জানা যায়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আশ্রাফুল ইসলাম জানান, পাবনা থেকে ইট ইট বোঝাই একটি ট্রাক পঞ্চগড়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই ট্রাকটি নওগাঁর দিকে যাচ্ছিল। মহাসড়কের ফুলবাড়ীর ফকিরপাড়া এলাকায় ইট বোঝাই ট্রাকটি নিজের সাইড থেকে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই ট্রাকের সাইডে চলে যায়। এসময় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ইট ভর্তি ট্রাকের চালক ঘুম চোখে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে।