কারো বাচ্চার পরীক্ষার ফলাফল যদি খারাপ হয় তবে তাঁর মানসিক শক্তি হয়ে উঠুন দয়া করে! আপনার রাগ, ক্ষোভের চেয়েও তার ভেতরের যে কষ্ট সেটি পাহাড়সম! ফলাফল মন মতো না হলেও তাকে বুঝতে দিন, এটিই শেষ নয়! সামনে প্রমাণ করার দিন আরও বহু আছে ও থাকবে!
কথা শোনানোর জন্য আশেপাশে ২৪ ঘণ্টার সিসিটিভি সার্ভিসের মত কতিপয় প্রতিবেশী তো রয়েছেনই! তাদের বাক্যবাণ থেকেও নিজ সন্তানের কোমল হৃদয়কে রক্ষা করুন।
সময় অনেক পাল্টেছে এখন! লেখাপড়া লাগবে অবশ্যই তবে সকলেরই দুর্দান্ত প্রাতিষ্ঠানিক ফলাফল লাগবে, বিষয়টি সেই জায়গাতে নেই এখন আর! খুবই মধ্যম মানের বা তার চেয়েও কম মানের ফলাফল নিয়ে মানুষ সুপ্রতিষ্ঠিত হচ্ছে নানা পেশায়!
সন্তানের কোমল মনকে রক্ষার দায়িত্ব সর্বাগ্রে পরিবারের! তাই খেয়াল রাখুন নিজ সন্তানের প্রতি! বিজয়ী, বিজিত সকলের জন্য অশেষ শুভকামনা, আগামী সুন্দর হোক।
(ফেসবুক থেকে সংগৃহীত)