ঢাকা ১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বিয়ে না, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা Logo পোড়া অফিস দেখে বিমর্ষ উপদেষ্টা আসিফ মাহমুদ Logo দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী Logo চোখের জলে নয়নকে বিদায় জানালো ফায়ার সার্ভিস Logo ইসরায়েলে বিপুল পরিমাণ অস্ত্র পাঠাচ্ছে জার্মানি Logo সচিবালয়ে আগুন নাশকতা কি না তদন্তের পর জানা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে কেউ জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা আসিফ Logo কুষ্টিয়া ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার Logo কিশোরগঞ্জে খেজুরের রস পান করে ‘জয় বাংল’ স্লোগান, কারাগারে ১৫ যুবক Logo সচিবালয়ে আগুন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয় তলা

চুড়াডাঙ্গায় নির্বাচনী সহিংসতায় আহত ৯, আটক ২

চুড়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের সদ্য সমাপ্ত নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের সমর্থক ও আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন।

বুধবার রাতে তিতুদহ ইউনিয়নের ৬২ আড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা ও দর্শনা থানা পুলিশ আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে, ঘটনার খবর পেয়ে দর্শনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ দু’জনকে আটক করে দর্শনা থানা পুলিশ। উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র। এছাড়াও একটি আলমসাধু ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

দু’পক্ষের আহত ৯ জন কর্মী-সমর্থকেরা হলেন ৬২ আড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৬০), একই এলাকার আহাদ আলীর স্ত্রী রাফিয়া বেগম, মৃত রহমানের ছেলে মহেদ আলী, আহাদের ছেলে শিমুল হোসেন, জিয়াউর রহমানের স্ত্রী মাছুরা খাতুন, জাহাঙ্গীরের স্ত্রী মমতাজ ও জিয়ারুলের স্ত্রী আশানুর রহমান, তিতুদহ গ্রামের মৃত হাতেম আলীর ছেলে হোসেন মিয়া (৪৫) ও একই এলাকার আছির উদ্দীনের ছেলে শামীম (২২)।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ‘নির্বাচন পরবর্তী বিরোধে দর্শনা থানাধীন ৬২ আড়িয়া গ্রামে দু’পক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় উভয়পক্ষের আহত ছয় জনকে সদর হাসপাতালে নেয়া হয়।

ঘটনাস্থল থেকে দু’জনকে আটকও করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। তারপরেও ঘটনার তদন্ত করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এছাড়া যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।’

ট্যাগস
সর্বাধিক পঠিত

বিয়ে না, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

চুড়াডাঙ্গায় নির্বাচনী সহিংসতায় আহত ৯, আটক ২

আপডেট সময় ১২:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২

চুড়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের সদ্য সমাপ্ত নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের সমর্থক ও আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন।

বুধবার রাতে তিতুদহ ইউনিয়নের ৬২ আড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা ও দর্শনা থানা পুলিশ আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে, ঘটনার খবর পেয়ে দর্শনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ দু’জনকে আটক করে দর্শনা থানা পুলিশ। উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র। এছাড়াও একটি আলমসাধু ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

দু’পক্ষের আহত ৯ জন কর্মী-সমর্থকেরা হলেন ৬২ আড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৬০), একই এলাকার আহাদ আলীর স্ত্রী রাফিয়া বেগম, মৃত রহমানের ছেলে মহেদ আলী, আহাদের ছেলে শিমুল হোসেন, জিয়াউর রহমানের স্ত্রী মাছুরা খাতুন, জাহাঙ্গীরের স্ত্রী মমতাজ ও জিয়ারুলের স্ত্রী আশানুর রহমান, তিতুদহ গ্রামের মৃত হাতেম আলীর ছেলে হোসেন মিয়া (৪৫) ও একই এলাকার আছির উদ্দীনের ছেলে শামীম (২২)।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ‘নির্বাচন পরবর্তী বিরোধে দর্শনা থানাধীন ৬২ আড়িয়া গ্রামে দু’পক্ষের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় উভয়পক্ষের আহত ছয় জনকে সদর হাসপাতালে নেয়া হয়।

ঘটনাস্থল থেকে দু’জনকে আটকও করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। তারপরেও ঘটনার তদন্ত করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এছাড়া যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।’