দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮২৮ জনের। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে করোনায় এ পর্যন্ত ২৮ হাজার ২৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯৮ জন। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন। একই সময়ে নমুনা সংগ্রহ করা হয় ৪৫ হাজার ৯৯৯টি। পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৮০৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৮ শতাংশ।