চীনা স্মার্টফোন কম্পানি শাওমি দাবি করেছে তারা বিশ্বের দ্রুততম চার্জিং স্মার্টফোন বাজারে এনেছে। শাওমি ১১ আই হাইপার চার্জ নামের এই ফোনটিতে সবচেয়ে দ্রুতগতির চার্জিং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। যার ফলে এটি বিশ্বের সকল ফোনকে অতিক্রম করে দ্রুত চার্জ হতে সক্ষম।
শাওমির নতুন এই ফোন ৬ জিবি ও ৮ জিবি র্যামসহ পাওয়া যাবে। সঙ্গে স্টোরেজ থাকবে ১২৮জিবি। এই মডেলে প্রথমবার কোয়ালকম স্ন্যাপড্রাগনের ব্যবহারের সুযোগ পাবেন ক্রেতারা।
ফোনটিতে শক্তিশালী ক্যামেরাসহ অত্যাধুনিক নানা ফিচারও রয়েছে। ইউরোপের বাজারে ফোনটির দাম ৩০০ ইউরো। বাংলাদেশী টাকায় যার মূল্য ২৯ হাজার টাকা।