চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁ জেলার তিন উপজেলার ২৬টি ইউনিয়নে নৌকা প্রতীকে ১১ জন এবং স্বতন্ত্র ১৫ জন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেন, আত্রাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং মহাদেবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।
ধামইরহাট উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে চারজন ও স্বতন্ত্র চারজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন- জাহানপুর ইউনিয়নে গোলাম কিবরিয়া, উমার ইউনিয়নে ওবায়দুল হক সরকার, ইসবপুর ইউনিয়নে মাহফুজুল হক লাকি এবং আলমপুর ইউনিয়নে ওসমান গনি।
স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা হলেন- ধামইরহাট সদর ইউনিয়নে এ টি এম বদিউল আলম, খেলনা ইউনিয়নে আলহিল মাহমুদ চৌধুরী, আড়ানগর ইউনিয়নে মোসাদ্দেকুর রহমান, আগ্রাদ্বিগুন ইউনিয়নে ইসমাইল হোসেন মোস্তাক।
অপরদিকে, মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে পাঁচজন ও স্বতন্ত্র পাঁচজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন- মহাদেবপুর ইউনিয়নে সাঈদ হাসান তরফদার শাকিল, রাঁইগা ইউনিয়নে আরিফুর রহমান আরিফ, চেরাগপুর ইউনিয়নে শিবনাথ মিশ্র, খাজুর ইউনিয়নে বেলাল উদ্দিন ও এনায়েতপুর ইউনিয়নে মেহেদী হাসান মিঞা।
স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা হলেন- সফাপুর ইউনিয়নে সামসুল আলম বাচ্চু, হাতুড় ইউনিয়নে এনামুল হক, উত্তরগ্রাম ইউনিয়নে আবু হাছান, ভীমপুর ইউনিয়নে রামপ্রসাদ ভদ্র এবং চান্দাশ ইউনিয়নে মামুদান নবী।
এছাড়া, আত্রাই উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে দুইজন ও স্বতন্ত্র ছয়জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
নৌকা প্রতীকে বিজয়ীরা হলেন- ভোঁপাড়া ইউনিয়নে নাজিমউদ্দীন মণ্ডল এবং কালিকাপুর ইউনিয়নে নাজমুল হক নাদিম।
স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা হলেন- সাহাগোলা ইউনিয়নে এস এম মামুনুর রশীদ মামুন, আহসানগঞ্জ ইউনিয়নে শেখ মঞ্জুরুল আলম, পাঁচুপুর ইউনিয়নে খবিরুল ইসলাম, বিশা ইউনিয়নে তোফাজ্জল হোসেন খান, মনিয়ারী ইউনিয়নে সম্রাট হোসেন এবং হাটকালুপাড়া ইউনিয়নে আফজাল হোসেন।
নওগাঁ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার আত্রাই, ধামইরহাট ও মহাদেবপুর উপজেলার ২৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৬ হাজার ১০৬ জন। যেখানে ২৪২টি কেন্দ্রে ১ হাজার ৫৪০টি কক্ষে ভোট গ্রহণ হয়। প্রতিদ্বন্দ্বিতা করেছেন চেয়ারম্যান পদে ১২৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩০৬ জন এবং সাধারণ সদস্য পদে ৯৭৩ জন প্রার্থী।