স্টাফ রিপোর্টার নওগাঁ: সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে নওগাঁর মান্দায় দিগন্ত জোড়া ফসলের মাঠ। অগ্রহায়ণের হিমেল বাতাসে দোল খাচ্ছে হলুদ সরিষার ফুল। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত যেমন মাঠ, তেমনি বাম্পার ফলনের আশা করছে কৃষকেরা । । এক সাথে ফোটা ফল গুলো রোদ ঝলমল আলোয় প্রকৃতির মাঝে অপরুপ সৌন্দর্যর শোভা ছড়াচ্ছে । আর তা দেখতে ভীর করছেন প্রকৃতি প্রেমীরা ।
আগাম ধান কেটে তোলার পর বরেন্দ্র’র মাঠে চাষীরা রোপন করেন উচ্চ ফলণশীল সরিষা । নভেম্বরের শেষ সপ্তাহে শীত বাড়ার সাথে এসব সরিষা ক্ষেতে দেখা দেয় ফুল । শীতের আমেজ বাড়ার সাথে বাড়ে সরিষার ফুলও । আর প্রকৃতি ফোটা ফুল গুলো ছড়াচ্ছে অনাবিল সৌন্দর্য ।
দিগন্ত জোড়া হলুদ সরিষার ফসলের মাঠ। যতদুর চোঁখ যায় সরিষার ক্ষেত ।অগ্রহায়ণের হিমেল বাতাসে দোল খাচ্ছে এক সাথে ফোটা সরিষার ফুল গুলো । আর তা উপর থেকে দেখলে মনে হবে যেন হলুদ গালিচা । ফোটা সরিষা ফুলে ভ্রমর মধু খুঁজে ফিরছে ফুলে ফুলে ।
মধুমাখা ক্ষণে, প্রকৃতির সনে, সুবাসে মশগুল, সরষে ফুল । বিকেলের বেলাতে, মৌমাছির খেলাতে,গুনগুন তুলে রব,চারিদিকে সৌরভ, কবির লেখা কবিতার মতোই অসাধারণ এ চিত্রপট ফুটে উঠেছে নওগাঁর মান্দার বিস্তির্ন মাঠে ।
মাঠ জুড়ে প্রকৃতির অনাবিল সৌন্দর্য উপভোগ করতে দুর দরান্ত থেকে আসছেন তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষ । মাঠের চার পাশ ঘুরে দৃষ্টি নন্দন এমন পরিবেশ কে ক্যামেরা ফ্রেমে বন্দি করতে ব্যস্ত দর্শনার্থীরা ।
রাজশাহী থেকে আসা ক জন দর্শনার্থী জানান, প্রকৃতির এক অনাবিল সুন্দর পরিবেশ এখানে ফুটে উঠেছে । যা নিজ চোঁখে দেখে মন ভাল হয় ।
ভোজ্য তেলের দাম বাড়ায় এবার বরেন্দ্র এলাকায় সরিষা চাষে আগ্রহী হয় চাষীরা । এখন পর্যন্ত অনুকুল আবহাওয়ায় চাষীরা সরিষার ভাল ফলনের স্বপ্ন দেখছেন । মান্দার দেলোয়াবাড়ী এলাকার কৃষক আমজাদ, সাবের উদ্দিন সহ বেশ ক জন কৃষক জানান, এবার ভাল লাভের আশায় তারা সরিষা চাষ করেছেন । কারণ তেলে দাম অনেক বেশি । তবে সরিষার নায্য দর পেলে তারা লাভবান হবেন বলে আশা করছেন ।
চলতি রবি মওসুমে জেলায় ৩৫ হাজা হেক্টর জমিতে উচ্চ ফলণশীল আগাম জাতের সরিষার আবাদ হয়েছে বলে জানায় কৃষি বিভাগ । ।