ভোলা প্রতিনিধি: ভোলার সাগর মোহনায় জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ২০ জেলে নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল নোমান।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি জানান, সোমবার বিকেলে আমরা উপজেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ে তথ্য পেয়েছিলাম ৯ জেলে উদ্ধার ও ১৩ জেলে নিখোঁজ রয়েছেন। কিন্তু তথ্যটি ভুল ছিলো। মঙ্গলবার সকালে আমরা পুরো তথ্য নিশ্চিত হই। এ পর্যন্ত একজন জেলে উদ্ধার হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন ২০ জেলে। তবে উদ্ধার হওয়া জেলের নাম ও ঠিকানা তিনি বলতে পারেননি। নিখোঁজ জেলেদের সন্ধানে কোস্টগার্ড কাজ করছে।
আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল এমরান প্রিন্সও গতকালকের নিজের ভুল স্বীকার করে জানান, আমারা স্থানীয়ভাবে যে তথ্য পেয়েছি সেটা ভুল ছিলো। মূলত ২১ জেলের মধ্যে একজন জেলে উদ্ধার হয়েছে।
তিনি আরও জানান, ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামাল খনকারের একটি ফিশিংবোট নিয়ে রোববার (৫ ডিসেম্বর) বিকেলে বাচ্চু মাঝির নেতৃত্বে ২১ জেলে আব্দুল্লাহপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর শিবা গ্রাম থেকে সাগর মোহনার উদ্দেশে রওনা হয়।
সোমবার ভোরের দিকে ঢালচর ইউনিয়নের দক্ষিণে সাগর মোহনায় একটি জাহাজ তাদের ফিশিংবোটে ধাক্কা দেয়। এতে সেটি ডুবে যায়। সেসময় পাশ দিয়ে যাওয়া অন্য আরেকটি বোট একজনকে জীবিত উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ২০ জন জেলে।