খুলনা প্রতিনিধি :পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় দুজনকে আটক করা হয়েছে। রোববার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করে বনবিভাগের স্মার্ট টিম।
আটককৃতরা হলেন- মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের মো. ওয়াহেদ শেখের ছেলে মো. ইয়াসিন শেখ (৩২) ও লতিফ খাঁর ছেলে সাদ্দাম খাঁ (২৬)।
চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মো. এনামুল হক এ তথ্য জানিয়ে বলেন, নন্দবালা খালে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের খবর পেয়ে অভিযান চালায় স্মার্ট পেট্রোলিং টিম। এ সময় তাদের আটক করে বনকর্মকর্তা গুলশাখালীর ফরেস্ট ক্যাম্পের ওসি শামসুল আরেফিন।
তিনি আরও বলেন, এ সময় তাদের কাছ থেকে দুই বোতল বিষ (কীটনাশক), কাঁকড়া ধরার আঁড়াকল, নিষিদ্ধ জাল, দাঁ কুড়াল ও একটি নৌকা জব্দ করা হয়। এদিন তাদের নামে বন আইনে (পি ও আর) মামলা দায়েরের পর বাগেরহাট কোর্টে চালান দেয়া হয়েছে।