পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে হামলা, ভাঙচুর ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় নৌকা ও চশমা প্রতীকের কর্মীসমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের সিপাইপাড়া ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। এসময় ভাঙচুর ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের কাছ থেকে ছিনতাইকৃত ব্যালট জব্দ করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সায়েম মিয়া বলেন, সিপাইপাড়া কেন্দ্র থেকে ব্যালট ছিনতাই এবং হামলার অভিযোগে পাঁচজন গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, বাংলাবান্ধা ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। পরে ভোটগ্রহণ স্বাভাবিক করা হয়।