ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান সিরিজের দল সাজাতে বৈঠকে তিন নির্বাচক

পাকিস্তান সিরিজের দল সাজাতে বৈঠকে তিন নির্বাচক

ক্রীড়া ডেস্ক:  শুক্রবার (১২ নভেম্বর) থেকে শুরু আনুষ্ঠানিক অনুশীলন। এর আগেরদিনই চলে আসবেন সব বিদেশি কোচ। তার আগে ১০ নভেম্বর (বুধবার) পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রাথমিক দল ঘোষণা- প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর উদ্ধৃতি দিয়ে আগেই প্রকাশিত হয়েছিল এ খবর ।

সেই আলোকে ধারণা করা হয়েছিল আজ দুপুর নাগাদ প্রাথমিক দলের খেলোয়াড় তালিকা প্রকাশ করবে বিসিবি। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল নামার পরও দল ঘোষণা হয়নি। যদিও প্রাথমিক দল সাজানো মোটেই বড় কাজ নয়।

কারণ এরই মধ্যে বিশ্বকাপ দলের বাইরে থেকে সাত জনকে ডাকা হয়েছে। এর সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের সাইফউদ্দীন আর সাকিব আল হাসান (যদিও সাকিবের বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয়) ছাড়া বাকি সবাই যুক্ত হবেন।

কিন্তু এখন বড় প্রশ্ন, আজ কি সত্যি সত্যি প্রাথমিক দল ঘোষণা হবে? প্রশ্নটা একটু গোলমেলে ঠেকছে, তাই না? গোলমেলে ঠেকারই কথা। কিন্তু ভেতরের খবর তাই। বুধবার দল ঘোষণা হবে কি হবে না, তা এখনও শতভাগ নিশ্চিত নয়।

এর কারনে এখন পর্যন্ত দল চূড়ান্ত হবে যে বৈঠকে, তিন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক সেই বৈঠকে এখনও বসেননি। আজ মধ্যাহ্নের পর সে বৈঠক হওয়ার কথা ছিল। তবে বেলা ৩টায়ও নির্বাচকদের ঐ বৈঠক শুরু হয়নি।

তবে নির্বাচকদের সঙ্গে কথা বলেই নিশ্চিত হওয়া গেছে, তারা আজ শেরে বাংলায় একসঙ্গে বসবেন। সেখানেই ২০-২২ জনের প্রাথমিক খেলোয়াড় তালিকা চূড়ান্ত হবে। সেটা আজ প্রকাশিত হলেও বিকেল গড়িয়ে সন্ধ্যার আগে নয়। তবে রাতে হলেও বুধবারই দল ঘোষণা হওয়ার সম্ভাবনা বেশি।

কারণ শুক্রবার থেকে জাতীয় দলের অনুশীলন শুরু। তার আগে অনিবার্যভাবেই সবার করোনা পরীক্ষা করতে হবে। আজ দল ঘোষণা হলেই কেবল বৃহস্পতিবার নাগাদ সেই টেস্ট করা সম্ভব হবে।

এ বিষয়ে বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজ জানিয়েছেন, ‘আমরা ঠিক জানি না কার কার এবং কবে করোনা টেস্ট করানো হবে। তবে করোনা প্রটোকল মেনে অনুশীলনে নামার আগেরদিন সবার টেস্ট করাতেই হবে। সেই টেস্টের ১২ ঘন্টার ভেতরে রিপোর্ট আসবে।’

দেবাশীষ আরও জানান, ‘কেবল মাত্র করোনা নেগেটিভরাই অনুশীলনে নামতে পারবেন। পাকিস্তানের জন্যও একই নিয়ম। তারা ঢাকায় পৌঁছানোর পরপরই কোভিড টেস্ট করাতে হবে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত সবাই যার যার রুমে কোয়ারেন্টাইনে থাকবে। তারপর নেগেটিভ হলে একদিন পর প্র্যাকটিস করতে পারবে।’

ট্যাগস

পাকিস্তান সিরিজের দল সাজাতে বৈঠকে তিন নির্বাচক

আপডেট সময় ০৪:০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক:  শুক্রবার (১২ নভেম্বর) থেকে শুরু আনুষ্ঠানিক অনুশীলন। এর আগেরদিনই চলে আসবেন সব বিদেশি কোচ। তার আগে ১০ নভেম্বর (বুধবার) পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রাথমিক দল ঘোষণা- প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর উদ্ধৃতি দিয়ে আগেই প্রকাশিত হয়েছিল এ খবর ।

সেই আলোকে ধারণা করা হয়েছিল আজ দুপুর নাগাদ প্রাথমিক দলের খেলোয়াড় তালিকা প্রকাশ করবে বিসিবি। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল নামার পরও দল ঘোষণা হয়নি। যদিও প্রাথমিক দল সাজানো মোটেই বড় কাজ নয়।

কারণ এরই মধ্যে বিশ্বকাপ দলের বাইরে থেকে সাত জনকে ডাকা হয়েছে। এর সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের সাইফউদ্দীন আর সাকিব আল হাসান (যদিও সাকিবের বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয়) ছাড়া বাকি সবাই যুক্ত হবেন।

কিন্তু এখন বড় প্রশ্ন, আজ কি সত্যি সত্যি প্রাথমিক দল ঘোষণা হবে? প্রশ্নটা একটু গোলমেলে ঠেকছে, তাই না? গোলমেলে ঠেকারই কথা। কিন্তু ভেতরের খবর তাই। বুধবার দল ঘোষণা হবে কি হবে না, তা এখনও শতভাগ নিশ্চিত নয়।

এর কারনে এখন পর্যন্ত দল চূড়ান্ত হবে যে বৈঠকে, তিন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক সেই বৈঠকে এখনও বসেননি। আজ মধ্যাহ্নের পর সে বৈঠক হওয়ার কথা ছিল। তবে বেলা ৩টায়ও নির্বাচকদের ঐ বৈঠক শুরু হয়নি।

তবে নির্বাচকদের সঙ্গে কথা বলেই নিশ্চিত হওয়া গেছে, তারা আজ শেরে বাংলায় একসঙ্গে বসবেন। সেখানেই ২০-২২ জনের প্রাথমিক খেলোয়াড় তালিকা চূড়ান্ত হবে। সেটা আজ প্রকাশিত হলেও বিকেল গড়িয়ে সন্ধ্যার আগে নয়। তবে রাতে হলেও বুধবারই দল ঘোষণা হওয়ার সম্ভাবনা বেশি।

কারণ শুক্রবার থেকে জাতীয় দলের অনুশীলন শুরু। তার আগে অনিবার্যভাবেই সবার করোনা পরীক্ষা করতে হবে। আজ দল ঘোষণা হলেই কেবল বৃহস্পতিবার নাগাদ সেই টেস্ট করা সম্ভব হবে।

এ বিষয়ে বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজ জানিয়েছেন, ‘আমরা ঠিক জানি না কার কার এবং কবে করোনা টেস্ট করানো হবে। তবে করোনা প্রটোকল মেনে অনুশীলনে নামার আগেরদিন সবার টেস্ট করাতেই হবে। সেই টেস্টের ১২ ঘন্টার ভেতরে রিপোর্ট আসবে।’

দেবাশীষ আরও জানান, ‘কেবল মাত্র করোনা নেগেটিভরাই অনুশীলনে নামতে পারবেন। পাকিস্তানের জন্যও একই নিয়ম। তারা ঢাকায় পৌঁছানোর পরপরই কোভিড টেস্ট করাতে হবে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত সবাই যার যার রুমে কোয়ারেন্টাইনে থাকবে। তারপর নেগেটিভ হলে একদিন পর প্র্যাকটিস করতে পারবে।’