ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে জমল নেইমার-এমবাপে ‘রসায়ন’

ক্রীড়া ডেক্স : টানা তিন মৌসুম একসঙ্গে খেলার সঙ্গে নিজেদের মধ্যে বোঝাপড়াটা দারুণ করে ফেলেছে নেইমার এবং কাইলিয়ান এমবাপে। তবে লিওনেল মেসি এই মৌসুমে পিএসজির নাম লেখানোর পর দুজনের মধ্যে সেই রসায়নটা আর দেখা যাচ্ছিল না।

তাতে ভুগছিল পিএসজি, চিন্তায় ছিল দলটির সমর্থকরা।অবশ্য সমর্থকদের সেই দুশ্চিন্তা দূর করলেন নেইমার-এমবাপে। তাদের যুগবন্দিতেই গতকাল লিগ ওয়ানের ম্যাচে বোর্দোকে তাদের মাঠে ৩-২ গোলে হারিয়েছে পিএসজি। নেইমার গোল করেছেন দুটি। সেই দুই গোলেই প্রত্যক্ষ সহায়তা ছিল এমবাপের। এই ফরাসি তারকা নিজেও কাল স্কোরশিটে তোলেন নাম। তাকে গোল করতে সহায়তা করেন জর্জিনিও ভাইনালডুম।

নেইমার-এমবাপের এমন পারফরম্যান্সে খুশি পিএসজি ম্যানেজার মরিসিও পচেত্তিনো। ম্যাচ শেষে জোড়া গোল করা নেইমারের আলাদা প্রশংসা করে তিনি বলেন, ‘সে খুব দারুণ একটি ম্যাচ খেলেছে। ম্যাচে জোড়া গোল করেছে। আক্রমণভাগের খেলোয়াড়দের গোল করা খুবই গুরুত্বপূর্ণ।’

তবে ম্যাচের শেষদিকে দুটি গোল হজম, ভালো চোখে নেননি তিনি। পচেত্তিনো বলেন, ‘আমরা ম্যাচে দুটি ভুল করেছি। আর দুই ভুলেই গোল হজম করেছি। আমরা আরও আগেই ম্যাচটা শেষ করতে পারতাম। তিন গোল দেয়ার পর দুই গোল হজম করা মানায় না আমাদের।’

হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগা মেসিকে ছাড়া আরেকটি ম্যাচ খেলতে নেমে তিন পয়েন্ট তুলে পিএসজি লিগের শীর্ষস্থান আরও মজবুত করল। ১৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ৩৪। দুইয়ে থাকা লেসের সঙ্গে তাদের ব্যবধান এখন ১০ পয়েন্টের।

একই রাতে বায়ার্ন মিউনিখ জয় পেলেও, হেরেছে বরুশিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠ আলিয়াঞ্জ এরেনায় ফ্রেইবুর্গকে ২-১ গোলে হারায় বায়ার্ন। দলের জয়ে প্রথম গোলটি করেন লিওন গোরেৎজকা। পরের গোলটি রবার্ট লেভানডস্কির। ফ্রেইবুর্গের হয়ে ম্যাচের অন্তিম সময়ে ব্যবধান কমিয়েছিলেন জানিক হাবেরের।

এদিকে, জার্মান বুন্দেসলিগার হাইভোল্টেজ ম্যাচে লাইপজিগের কাছে ২-১ ব্যবধানে হারে ডর্টমুন্ড। ক্রিশ্চোফার এনকুনকুর গোলে লাইপজিগ এগিয়ে গেলেও, ম্যাচে সমতা টেনেছিলেন মার্কো রেউস। তবে ৬৮ মিনিটে ইউসুফ পৌলসেনের গোলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে লাইপজিগ।

ট্যাগস

অবশেষে জমল নেইমার-এমবাপে ‘রসায়ন’

আপডেট সময় ০১:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১

ক্রীড়া ডেক্স : টানা তিন মৌসুম একসঙ্গে খেলার সঙ্গে নিজেদের মধ্যে বোঝাপড়াটা দারুণ করে ফেলেছে নেইমার এবং কাইলিয়ান এমবাপে। তবে লিওনেল মেসি এই মৌসুমে পিএসজির নাম লেখানোর পর দুজনের মধ্যে সেই রসায়নটা আর দেখা যাচ্ছিল না।

তাতে ভুগছিল পিএসজি, চিন্তায় ছিল দলটির সমর্থকরা।অবশ্য সমর্থকদের সেই দুশ্চিন্তা দূর করলেন নেইমার-এমবাপে। তাদের যুগবন্দিতেই গতকাল লিগ ওয়ানের ম্যাচে বোর্দোকে তাদের মাঠে ৩-২ গোলে হারিয়েছে পিএসজি। নেইমার গোল করেছেন দুটি। সেই দুই গোলেই প্রত্যক্ষ সহায়তা ছিল এমবাপের। এই ফরাসি তারকা নিজেও কাল স্কোরশিটে তোলেন নাম। তাকে গোল করতে সহায়তা করেন জর্জিনিও ভাইনালডুম।

নেইমার-এমবাপের এমন পারফরম্যান্সে খুশি পিএসজি ম্যানেজার মরিসিও পচেত্তিনো। ম্যাচ শেষে জোড়া গোল করা নেইমারের আলাদা প্রশংসা করে তিনি বলেন, ‘সে খুব দারুণ একটি ম্যাচ খেলেছে। ম্যাচে জোড়া গোল করেছে। আক্রমণভাগের খেলোয়াড়দের গোল করা খুবই গুরুত্বপূর্ণ।’

তবে ম্যাচের শেষদিকে দুটি গোল হজম, ভালো চোখে নেননি তিনি। পচেত্তিনো বলেন, ‘আমরা ম্যাচে দুটি ভুল করেছি। আর দুই ভুলেই গোল হজম করেছি। আমরা আরও আগেই ম্যাচটা শেষ করতে পারতাম। তিন গোল দেয়ার পর দুই গোল হজম করা মানায় না আমাদের।’

হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগা মেসিকে ছাড়া আরেকটি ম্যাচ খেলতে নেমে তিন পয়েন্ট তুলে পিএসজি লিগের শীর্ষস্থান আরও মজবুত করল। ১৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ৩৪। দুইয়ে থাকা লেসের সঙ্গে তাদের ব্যবধান এখন ১০ পয়েন্টের।

একই রাতে বায়ার্ন মিউনিখ জয় পেলেও, হেরেছে বরুশিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠ আলিয়াঞ্জ এরেনায় ফ্রেইবুর্গকে ২-১ গোলে হারায় বায়ার্ন। দলের জয়ে প্রথম গোলটি করেন লিওন গোরেৎজকা। পরের গোলটি রবার্ট লেভানডস্কির। ফ্রেইবুর্গের হয়ে ম্যাচের অন্তিম সময়ে ব্যবধান কমিয়েছিলেন জানিক হাবেরের।

এদিকে, জার্মান বুন্দেসলিগার হাইভোল্টেজ ম্যাচে লাইপজিগের কাছে ২-১ ব্যবধানে হারে ডর্টমুন্ড। ক্রিশ্চোফার এনকুনকুর গোলে লাইপজিগ এগিয়ে গেলেও, ম্যাচে সমতা টেনেছিলেন মার্কো রেউস। তবে ৬৮ মিনিটে ইউসুফ পৌলসেনের গোলে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে লাইপজিগ।