ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক আর্জেন্টাইন কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি এখন ঢাকায়। শনিবার ভোররাতে আর্জেন্টিনা থেকে তিনি ঢাকায় এসেছেন। তবে জাতীয় দলের নয়, এবার তিনি দায়িত্ব পালন করবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব সাইফ স্পোর্টিংয়ের।
বাংলাদেশের ক্লাব দলের দায়িত্ব পালনের অভিজ্ঞতা এই প্রথম নয় ক্রুসিয়ানির জন্য। জাতীয় দলের পর তিনি ২০০৭ সালে আবাহনীকে কোচিং করিয়েছিলেন। এরপর দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপের কোচ ছিলেন দেড় বছরের মতো। ক্রুসিয়ানি এবার আর্জেন্টিনা থেকে দিয়েগো এজিকুয়েল রোজাস নামের একজন ট্রেনারকেও নিজের সঙ্গে করে নিয়ে এসেছেন।
আবার বাংলাদেশে আসা প্রসঙ্গে ক্রুসিয়ানি বলেছেন, ‘আমি সবসময় বাংলাদেশের ফুটবলে কাজ করতে চেয়েছি। আবার সুযোগ হয়েছে, তাই এসেছি। সাইফ স্পোর্টিং ক্লাব সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। তবে কোনো সমস্যা হবে না। কারণ বাংলাদেশের ফুটবল সম্পর্কে আমার ভালো ধারণা আছে। নিজের অভিজ্ঞতা দিয়ে ক্লাবের পক্ষে ভালো ফলাফল আনার চেষ্টা করবো।’
আবার বাংলাদেশের ক্লাব দলের দায়িত্ব নেয়ার পেছনে তারই আরেক স্বদেশী শেখ জামালের সাবেক ট্রেনার এরিয়েল কোলম্যানের হাত রয়েছে বলে জানিয়েছেন ক্রুসিয়ানি। ২০০৫ সালে ক্রুসিয়ানির সঙ্গে জাতীয় দলে কাজ করেন কোলম্যান। তার কাছেই নাকি বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান অবস্থা সম্পর্কে খুঁটিনাটি জেনেছেন ক্রুসিয়ানি।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম লাতিন কোচ ছিলেন ক্রুসিয়ানি। তার সময়ে সাফল্যও দেখেছিল আলফাজ-আরমানদের বাংলাদেশ। উঠেছিল ২০০৫ সালে করাচিতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে। কিন্তু ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপের ব্যর্থতার পর তাকে বরখাস্ত করা হয়।