ক্রীড়া ডেস্ক: দুই দলেরই প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে। দুই দলই পাকিস্তানের কাছে হেরেছে নিজেদের প্রথম ম্যাচ। আজ (রোববার) রাতে দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের খোঁজে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে দুই দলেরই রয়েছে সমান ৮টি করে জয়। আর পরিত্যক্ত হয়েছে অন্য ম্যাচটি। আজ ১৮তম ম্যাচে যারা জিতবে, তারাই এগিয়ে যাবে মুখোমুখি পরিসংখ্যানে।
তবে এক্ষেত্রে খানিক এগিয়ে থাকবে নিউজিল্যান্ড। কেননা টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার (২০০৭ ও ২০১৬) ভারতের মুখোমুখি হবে দুইবারই জিতেছে কিউইরা। তাই আজ ভারতের সামনে বিশ্বকাপে কিউইদের প্রথমবার হারানোর মিশন।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত ৮টায় মাঠে নামবে নিউজিল্যান্ড ও ভারত। মাঠের লড়াই শুরুর আগে দল দুটির মধ্যে জয়-পরাজয়ের হিসাবসহ আরও কিছু পরিসংখ্যান একনজরে দেখে নেয়া যাক:
মোট ম্যাচ ১৭
ভারতের জয় ৮
নিউজিল্যান্ডের জয় ৮
ফলহীন ১
সর্বোচ্চ দলীয় সংগ্রহ
ভারত: ২০৮/৬, হ্যামিল্টন ২০১৯
নিউজিল্যান্ড: ২১৯/৬, ওয়েলিংটন ২০১৯
সর্বনিম্ন দলীয় সংগ্রহ
ভারত: ৭৯, নাগপুর ২০১৬
নিউজিল্যান্ড: ১৩২/৫, অকল্যান্ড ২০২০
সর্বোচ্চ ব্যক্তিগত রান
ভারত: ৩৩৮, রোহিত শর্মা
নিউজিল্যান্ড: ৪২৬, কলিন মুনরো
ব্যক্তিগত সেরা ইনিংস
ভারত: ৮০, শিখর ধাওয়ান
নিউজিল্যান্ড: ১০৯*, কলিন মুনরো
সর্বোচ্চ উইকেট
ভারত: ১০, জসপ্রীত বুমরাহ
নিউজিল্যান্ড: ১৭, ঈশ সোধি
সেরা বোলিং ফিগার
ভারত: ৩/১২, জসপ্রীত বুমরাহ
নিউজিল্যান্ড: ৪/১১, মিচেল স্যান্টনার
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর/ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, বরুন চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেইন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, টিম সেইফার্ট, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।