ক্রীড়া ডেস্ক: বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপের প্রথম ও দ্বিতীয় দিনে ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। তৃতীয় দিনে এসে দেশকে রৌপ্য পদক উপহার দিয়েছেন রাজিব চাকমা।
শনিবার সকালে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জুনিয়র একক ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে ১২.১০০ স্কোর করে রৌপ্য জিতেছেন রাজিব।
এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন উজবেকিস্তানের বয়সারভ আলিশার। তিনি স্কোর করেছেন ১২.৫০০। ভারতের প্রনব কৌশলা ১২.০৬৭ স্কোর করে পেয়েছেন ব্রোঞ্জ পদক। এ নিয়ে টুর্নামেন্টে বাংলাদেশ তিনটি পদক জিতলো।
এর আগে মহিলাদের ব্যক্তিগত ভোল্টিং টেবিল ইভেন্টে ১২.৪২ স্কোর গড়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন বাংলাদেশের বনফুলি চাকমা।
প্রথম দিনে দলগত বিভাগে ব্রোঞ্জপদক পেয়েছিল বাংলাদেশ। ১৯৬.৫০ স্কোর করে পুরুষদের (জুনিয়র) অল অ্যারাউন্ড ইভেন্টের দলগত ব্রোঞ্জ জেতেন বাংলাদেশের চার প্রতিযোগী প্রেন্থই ম্রো, রাজিব চাকমা, সাজিদ হক ও আবু সাঈদ রাফি।