সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগর মোল্লাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো-শ্যামনগর মোল্লাহাটি গ্রামের মাছুম মিয়ার মেয়ে নাছিমা বেগম (৬) ও মারুফ মিয়ার মেয়ে ফারহানা বেগম (৫)। তারা সম্পর্কে চাচাতো বোন।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু ফারহানা ও নাছিমা তাদের বসতবাড়ির উঠানে খেলছিল। এক পর্যায়ে পার্শ্ববর্তী বেতখালী নদীতে পড়ে তারা ডুবে যায়।
হঠাৎ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে শিশু দুটিকে নদীতে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তারা। তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামনগর গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।