ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিজ বাড়ি থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার কেনিয়ার বিশ্বরেকর্ডধারী অ্যাথলেটের

নিজ বাড়ি থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার কেনিয়ার বিশ্বরেকর্ডধারী অ্যাথলেটের

ক্রীড়া ডেস্ক:  নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কেনিয়ার বিশ্বরেকর্ডধারী অ্যাথলেট অ্যাগনেস টিরপ। ইটেন শহরের বাড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে টিরপকে। এই হত্যার সঙ্গে জড়িতে হিসেবে তার স্বামীকে সন্দেহ করছে পুলিশ।

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দু’বার ব্রোঞ্জ মেডেল জেতেন টিরপ। ২৫ বছর বয়সী এই অ্যাথলেট দুই মাস আগে অলিম্পিকে ৫ হাজার মিটারে চতুর্থ হয়েছিলেন।

গত মাসে, জার্মানিতে ১০ কিলোমিটার নারী ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়েন টিরপ।

তার মৃত্যুর পেছনে কারা জড়িত, তা নিয়ে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না টিরপের স্বামীকে। টিরপের সঙ্গে কী ঘটেছে তা জানার জন্য তার স্বামীকে খুঁজছে পুলিশ।

বুধবার, ঘটনার দিন টিরপের বাড়িতে যান তদন্তকারীরা। পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে তার বাবা নিখোঁজ রয়েছেন।

ওই এলাকার পুলিশ প্রধান টম মাকোরি মনে করছেন, বাড়ির সিসিটিভি এই তদন্ত এগিয়ে নিতে তাদের সাহায্য করবে।

ট্যাগস

নিজ বাড়ি থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার কেনিয়ার বিশ্বরেকর্ডধারী অ্যাথলেটের

আপডেট সময় ১১:৫৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
ক্রীড়া ডেস্ক:  নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কেনিয়ার বিশ্বরেকর্ডধারী অ্যাথলেট অ্যাগনেস টিরপ। ইটেন শহরের বাড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে টিরপকে। এই হত্যার সঙ্গে জড়িতে হিসেবে তার স্বামীকে সন্দেহ করছে পুলিশ।

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দু’বার ব্রোঞ্জ মেডেল জেতেন টিরপ। ২৫ বছর বয়সী এই অ্যাথলেট দুই মাস আগে অলিম্পিকে ৫ হাজার মিটারে চতুর্থ হয়েছিলেন।

গত মাসে, জার্মানিতে ১০ কিলোমিটার নারী ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়েন টিরপ।

তার মৃত্যুর পেছনে কারা জড়িত, তা নিয়ে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না টিরপের স্বামীকে। টিরপের সঙ্গে কী ঘটেছে তা জানার জন্য তার স্বামীকে খুঁজছে পুলিশ।

বুধবার, ঘটনার দিন টিরপের বাড়িতে যান তদন্তকারীরা। পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে তার বাবা নিখোঁজ রয়েছেন।

ওই এলাকার পুলিশ প্রধান টম মাকোরি মনে করছেন, বাড়ির সিসিটিভি এই তদন্ত এগিয়ে নিতে তাদের সাহায্য করবে।