ক্রীড়া ডেক্স :আসছে ১৭ অক্টোবর পর্দা উঠতে যাচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল। তবে তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তার একটিতে আজ মঙ্গলবার রাত ৮টায় আবুধাবিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
পিঠে ব্যথা থাকায় অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলতে পারেননি। আজও তাকে নিয়ে ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছে, ‘লম্বা টুর্নামেন্ট। মাহমুদউল্লাহকে আমাদের প্রয়োজন। তাকে নিয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। সেজন্য বিশ্রামে রাখা হবে।’
প্রস্তুতি ম্যাচ মানেই বেঞ্চ পরীক্ষার বড় সুযোগ। বাংলাদেশ সেই পথেই এগোবে। দলের সঙ্গে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে যোগ দেওয়া রুবেল হোসেন আজ খেলবেন। এছাড়া তাসকিনকেও মাঠে নামাবে টিম ম্যানেজমেন্ট। ওমান ‘এ’ দলের বিপক্ষে মধ্যভাগে মুশফিক, আফিফ, সৌম্য রান পাননি। তাদের ব্যাটে তাকিয়ে আছে বাংলাদেশ।
বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলার পর বাংলাদেশ ফিরে যাবে ওমানে। মাস্কটে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রথম পর্বে ১৯ ও ২১ অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক ওমান এবং পাপুয়া নিউ গিনির।