ঢাকা ১২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

খুলনার আদালতে হাজিরা দিলেন হেফাজত নেতা মামুনুল হক

খুলনা প্রতিনিধি:  বিস্ফোরক দ্রব্য আইন ও পুলিশের ওপরে হামলা চালিয়ে আহত করার মামলায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিয়েছেন হেফাজত নেতা মামুনুল হক।

রোববার (১০ অক্টোবর) কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। এই মামলায় আজ সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তা হয়নি। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২২ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

 

জানা যায়, ২০১৩ সালে খুলনা শহরের পাওয়ার হাউজ মোড় এলাকায় বোমা বিস্ফোরণ ও পুলিশের ওপরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানায় মামলা করেন পুলিশর উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবীর। এরপর ২০১৫ সালে এসআই মোক্তার হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন। রোববার এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়। আদালতের কার্যক্রম শেষে তাকে পুনরায় ঢাকায় কারাগারে নেওয়া হবে।

ট্যাগস

খুলনার আদালতে হাজিরা দিলেন হেফাজত নেতা মামুনুল হক

আপডেট সময় ০৪:৪১:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১

খুলনা প্রতিনিধি:  বিস্ফোরক দ্রব্য আইন ও পুলিশের ওপরে হামলা চালিয়ে আহত করার মামলায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিয়েছেন হেফাজত নেতা মামুনুল হক।

রোববার (১০ অক্টোবর) কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। এই মামলায় আজ সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তা হয়নি। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২২ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

 

জানা যায়, ২০১৩ সালে খুলনা শহরের পাওয়ার হাউজ মোড় এলাকায় বোমা বিস্ফোরণ ও পুলিশের ওপরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানায় মামলা করেন পুলিশর উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবীর। এরপর ২০১৫ সালে এসআই মোক্তার হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন। রোববার এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়। আদালতের কার্যক্রম শেষে তাকে পুনরায় ঢাকায় কারাগারে নেওয়া হবে।