চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬০ জন যাত্রী নিয়ে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর্তমানে ৪ জন নিহতের খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন, শিশু আয়শা (৩)ও তার ভাই আসমাউল (৫) পিতা ফিটু, নিলুফা বেগম (৫০)ও মায়সা (৫)।
শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে উপজেলার পাঁকা ইউনিয়নের দশ রশিয়া যাওয়ার পথে নৌকা ডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে।
বুধবার দুপুরে শ্যালো মেশিন চালিত একটি নৌকা প্রায় ৬০ জন যাত্রী নিয়ে পদ্মা নদীর পাঁকা ঘাট থেকে ছেড়ে আসার পর মাঝ নদীতে পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
কয়েক টি নৌকা, শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও থানা পুলিশের একটি দল উদ্ধার কাজ আরম্ভ করেন। স্থানীয়রা, ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৪২ জন উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছে ৮ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে,বেঁচে ফেরা যাত্রীরা বলেন, অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে নৌকাটি ডুবে যায়।