ক্রীড়া ডেক্স : জাতীয় ক্রিকেট কোচ ও খ্যাতিমান ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
আজ বেলা ১১টা ৫ মিনিটে জালাল আহমেদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল।
জালাল আহমেদ চৌধুরী বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেট কোচ। সত্তর ও আশির দশকে তিনি ক্রিকেট খেলেছেন। দেশের অনেক শীর্ষ ক্রিকেটারই তার হাতে গড়া। দায়িত্ব পালন করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগেও।
ফুসফুস সংরক্রমিত হওয়ায় ক্রিকেট কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরীকে শুক্রবার রাতে ভেন্টিলেশনে নেওয়া হয়েছিল। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৪ দিন ভেন্টিলেশনে থাকার পর তার মৃত্যু হয়।