স্টাফ রিপোর্টার, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীকে শর্তসাপেক্ষে ২য় বর্ষে প্রমোশন দেওয়া হয়েছিল তাদের অনার্স ১ম বর্ষের ফাইনাল পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে।
রবিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রামণ বৃদ্ধির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব শিক্ষার্থী আবেদন ফরম পূরণ করেছে তাদের পরীক্ষা যথাসময়ে নেওয়া সম্ভব হয়নি। ইতোমধ্যে এসব পরীক্ষার্থীকে শর্ত সাপেক্ষে ২য় বর্ষে প্রোমোশন দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি অপরিবর্তিত থাকলে ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার অনুরোধ জানিয়ে এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যথাসময়ে এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে।