কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র মোহনা থেকে মেহের ফারাবি অগ্র নামের এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাথে থাকা ৪ পর্যটককে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় সাথে থাকা ৪ পর্যটককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ হাসান।
শনাক্তরা হলেন, শনিবার উদ্ধার হওয়া যুবক মেহের ফারাবি অগ্র, শুক্রবার উদ্ধার হওয়া যুবক রাফিক ঐসিক। এরা দু’জনই যশোর কতোয়ালী এলাকার।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই চারজন হলেন, রায়হান মাসুদ, রোহান উদ্দিন, মুহিবুল হাসান, ফারদিন খান অনুরণ। এরা একই এলাকার।
উল্লেখ্য, শুক্রবার কক্সবাজার সৈকতের সিগাল পয়েন্টে ভাসমান অবস্থায় শুক্রবার আরো একজনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যুবেকর নাম মো: ইমন (১৮)। তিনি কক্সবাজার শহরের কলাতলী চন্দ্রিমা মাঠ এলাকার আবুল কালামের ছেলে। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।
এছাড়া কলাতলী এলাকায় বে ওয়ান ডাচ হোটেল থেকে রাফসানুল হক (৩২) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে তার লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
হোটেলে লিপিবদ্ধ করা ঠিকানা অনুসারে এই পর্যটকের বাড়ি চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায়। তার বাবার নাম সৈয়দুল হক। কি কারণে এই দু’জনের মৃত্যু হয়েছে ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ।