পূর্বশত্রুতার জেরে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বাকলিয়া থানার ফুলকলি কারখানার সামনে এ ঘটনা ঘটে।
বাকলিয়া থানা পুলিশ বলছে, সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে জালাল হোসেন (২০) ও ইসমাইল (২৫) নামে দুইজনকে ছুরিকাহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকলিয়া থানার উপপরিদর্শক নুরে আলম বলেন, ফুলকলি কারখানা এলাকায় দু’পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই সবাই পালিয়ে যায়ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাদের দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, বাকলিয়ার ফুলকলি কারখানার সামনে জালাল হোসেন ও ইসমাইল নামে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। রাত ৮টার দিকে তারা হাসপাতালে এসেছেন। তাদের হাসপাতালের ২নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।