বিনোদর ডেক্স : চোখের সমস্যার কারণে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছে জনপ্রিয় খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে। আজ সোমবার সকালে তার ডান চোখে অপারেশন হয়েছে বলে জানান দাপুটে এই অভিনেতা।
ডিবজল বলেন, ‘আজ সকালে ডান চোখে অপারেশন করে লেন্স পড়ানো হয়েছে। সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এখন আমি বাসায় আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’ তিনি জানান, গত ঈদের আগে তার বাম চোখেও লেন্স পরানো হয়।
উল্লেখ্য, ‘সতী কমলা’ সিনেমায় প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন ডিপজল। এরপর ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’, ‘ডাকাত’সহ বেশ কিছু সিনেমায় নায়কের ভূমিকায় দেখা যায় তাকে। আর কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর খলনায়ক হিসেবে কাজ করেছেন অসংখ্য সিনেমায়।
ডিপজল প্রযোজক হিসেবেও বেশ পরিচিত। চলতি বছর শুরুতে এই অভিনেতা ১২ মাসে ১২টি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। ইতিমধ্যেই তার নতুন সিনেমা ‘মানুষ হলো অমানুষ’, ‘বাংলার হারকিউলিস’, ‘যেমন জামাই তেমন বউ’র কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই সিনেমাগুলো মুক্তি পাবে বলে জানান এই অভিনেতা।