ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শুটিং চলাকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা জে পিকেট

বিনোদন ডেক্স : না ফেরার দেশে চলে গেলেন হলিউড অভিনেতা জে পিকেট। গত শুক্রবার ‘ট্রেজার ভ্যালি’ সিনেমার শুটিং চলাকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
যদিও তার মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে পিকেটের মৃত্যু হয়েছে। যারা উপস্থিত ছিলেন তারা এই অভিনেতাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন ‘ট্রেজার ভ্যালি’র প্রযোজক ট্রাভিস মিলিস।
জে পিকেটের সহ-অভিনেতা জিম হেফেল ফেসবুকে লিখেছেন- ‘আমি ভালো বন্ধু হারালাম আর পৃথিবী হারালো একজন ভালো মানুষ। স্বর্গে যাত্রা করেছেন তিনি। ঘোড়ার পিঠে বসে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে তার। সত্যিকারের কাউ বয় তিনি।’
এদিকে জে পিকেটের আকস্মিক মৃত্যুতে সিনেমার প্রযোজক, কলাকুশলীসহ হলিউডের অনেকেই শোক প্রকাশ করেছেন। চলচ্চিত্র ছাড়াও জে পিকেট ‘পোর্ট চার্লিজ’, ‘ডেইজ অব আওয়ার লাইভস’ এবং ‘জেনারেল হসপিটাল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনোযোগ কেড়েছেন।
ট্যাগস
সর্বাধিক পঠিত

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

শুটিং চলাকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা জে পিকেট

আপডেট সময় ১২:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
বিনোদন ডেক্স : না ফেরার দেশে চলে গেলেন হলিউড অভিনেতা জে পিকেট। গত শুক্রবার ‘ট্রেজার ভ্যালি’ সিনেমার শুটিং চলাকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
যদিও তার মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে পিকেটের মৃত্যু হয়েছে। যারা উপস্থিত ছিলেন তারা এই অভিনেতাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন ‘ট্রেজার ভ্যালি’র প্রযোজক ট্রাভিস মিলিস।
জে পিকেটের সহ-অভিনেতা জিম হেফেল ফেসবুকে লিখেছেন- ‘আমি ভালো বন্ধু হারালাম আর পৃথিবী হারালো একজন ভালো মানুষ। স্বর্গে যাত্রা করেছেন তিনি। ঘোড়ার পিঠে বসে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে তার। সত্যিকারের কাউ বয় তিনি।’
এদিকে জে পিকেটের আকস্মিক মৃত্যুতে সিনেমার প্রযোজক, কলাকুশলীসহ হলিউডের অনেকেই শোক প্রকাশ করেছেন। চলচ্চিত্র ছাড়াও জে পিকেট ‘পোর্ট চার্লিজ’, ‘ডেইজ অব আওয়ার লাইভস’ এবং ‘জেনারেল হসপিটাল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনোযোগ কেড়েছেন।