ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে বজ্রপাতে নিহত ২

বজ্রপাত

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২ আগস্ট) ভোরে উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের জোরপুকুরিয়া এলাকার মৃত বিরাজ মোল্লার ছেলে দেলোয়ার হোসেন দুলাল (৫০) ও চৌধুরীপাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৪৮)।

অপরদিকে আহতরা হলেন- একই গ্রামের উত্তরপাড়া এলাকার মোহসিন আলীর ছেলে ইমদাদুল হক (৩৫), চৌধুরীপাড়া এলাকার একই ঘটনায় নিহত মোফাজ্জলের ছেলে সাব্বির হোসেন (১৭), জোরপুকুরিয়া এলাকার মৃত হামেদ আলী তরফদারের ছেলে খলিল তরফদার (৫৫) ও রতনপুর এলাকার ছফির উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৪০)।

স্থানীয় ধরঞ্জি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম বলেন, সকালে জমিতে ধানের চারা রোপণ করছিলেন তারা।

এ সময় প্রবল বৃষ্টিপাত শুরু হলে মাঠের মধ্যে থাকা সেচ পাম্পের ঘরে দুইজন ও বাকিরা বিভিন্ন জায়গায় আশ্রয় নেন।

এ সময় বজ্রপাতে ঘরে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হন। অপর চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান।

জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস

জয়পুরহাটে বজ্রপাতে নিহত ২

আপডেট সময় ০২:২৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২ আগস্ট) ভোরে উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের জোরপুকুরিয়া এলাকার মৃত বিরাজ মোল্লার ছেলে দেলোয়ার হোসেন দুলাল (৫০) ও চৌধুরীপাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৪৮)।

অপরদিকে আহতরা হলেন- একই গ্রামের উত্তরপাড়া এলাকার মোহসিন আলীর ছেলে ইমদাদুল হক (৩৫), চৌধুরীপাড়া এলাকার একই ঘটনায় নিহত মোফাজ্জলের ছেলে সাব্বির হোসেন (১৭), জোরপুকুরিয়া এলাকার মৃত হামেদ আলী তরফদারের ছেলে খলিল তরফদার (৫৫) ও রতনপুর এলাকার ছফির উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৪০)।

স্থানীয় ধরঞ্জি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম বলেন, সকালে জমিতে ধানের চারা রোপণ করছিলেন তারা।

এ সময় প্রবল বৃষ্টিপাত শুরু হলে মাঠের মধ্যে থাকা সেচ পাম্পের ঘরে দুইজন ও বাকিরা বিভিন্ন জায়গায় আশ্রয় নেন।

এ সময় বজ্রপাতে ঘরে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হন। অপর চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান।

জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।