চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌথ টাস্কফোর্সের অভিযানে ১৭ ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি সদস্যরা। যার আনুমানিক মূল্য ৩৪ লাখ টাকা।
সোমবার (১২ জুলাই) সকালে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি ৫৯ ব্যাটালিয়ন গোমস্তাপুর এলাকায় যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।
অভিযানে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লার নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আনসার সদস্যের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অংশ নেয়।
টাস্কফোর্স গোমস্তাপুর পাকা রাস্তার উপর থেকে ৪৯ গরু আটক করে। পরে টাস্কফোর্স পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার নজির ১৭ গরু ভারতীয় হিসেবে নির্ণয় করে কাস্টমের মাধ্যমে বিক্রির নির্দেশনা দেন।বাকি ৩২টি মালিকদের কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত ১৭টি গরুর আনুমানিক ৩৪ লাখ টাকা বলে জানানো হয়।