মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার উজগ্রামে আজ রবিবার দুপুরে পানিতে পড়ে আরিফ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় তালখড়ি ইউনিয়নের ইউপি সদস্য জাকির হোসেন জানান, দুপুর দেড়টার দিকে আরিফের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আরিফ ঘরের পাশে গর্তে পড়ে যায়।
এদিকে আরিফকে না পেয়ে আরিফের মাসহ পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে গর্তের মধ্যে পানিতে আরিফকে ভাসতে দেখেন। সেখান থেকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।