ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কোপা আমেরিকার, এক নজরে কোয়ার্টারের প্রতিপক্ষ-সূচি

ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকার এই আসরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেমেছে লাতিন দলগুলো। গ্রুপপর্বের খেলা শেষ হয়েছে মঙ্গলবার ভোরে। মিলেছে কোয়ার্টার ফাইনালের আট দলের দেখা ও আটের প্রতিপক্ষের নাম-সূচি।

দুই গ্রুপে ভাগ হয়ে ১০ দল লড়েছে এবারের কোপায়। বলিভিয়া ও ভেনেজুয়েলা গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে। বাকি আট দল গেছে সেরা আটে।

গ্রুপ-‘এ’তে টেবিলের সেরা চার দল যথাক্রমে- আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলি। গ্রুপ ‘বি’তে সেরা চার দল যথাক্রমে- ব্রাজিল, পেরু, কলম্বিয়া ও ইকুয়েডর।

এক নজরে কোয়ার্টারের প্রতিপক্ষ-সূচি

পেরু-প্যারাগুয়ে (৩ জুলাই, ভোররাত ৩টা)
ব্রাজিল-চিলি (৩ জুলাই, ভোর ৬টা)

উরুগুয়ে-কলম্বিয়া, (৪ জুলাই, ভোররাত ৪টা)
আর্জেন্টিনা-ইকুয়েডর, (৪ জুলাই, সকাল ৭টা)

ট্যাগস

কোপা আমেরিকার, এক নজরে কোয়ার্টারের প্রতিপক্ষ-সূচি

আপডেট সময় ০৫:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১

ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকার এই আসরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেমেছে লাতিন দলগুলো। গ্রুপপর্বের খেলা শেষ হয়েছে মঙ্গলবার ভোরে। মিলেছে কোয়ার্টার ফাইনালের আট দলের দেখা ও আটের প্রতিপক্ষের নাম-সূচি।

দুই গ্রুপে ভাগ হয়ে ১০ দল লড়েছে এবারের কোপায়। বলিভিয়া ও ভেনেজুয়েলা গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে। বাকি আট দল গেছে সেরা আটে।

গ্রুপ-‘এ’তে টেবিলের সেরা চার দল যথাক্রমে- আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে ও চিলি। গ্রুপ ‘বি’তে সেরা চার দল যথাক্রমে- ব্রাজিল, পেরু, কলম্বিয়া ও ইকুয়েডর।

এক নজরে কোয়ার্টারের প্রতিপক্ষ-সূচি

পেরু-প্যারাগুয়ে (৩ জুলাই, ভোররাত ৩টা)
ব্রাজিল-চিলি (৩ জুলাই, ভোর ৬টা)

উরুগুয়ে-কলম্বিয়া, (৪ জুলাই, ভোররাত ৪টা)
আর্জেন্টিনা-ইকুয়েডর, (৪ জুলাই, সকাল ৭টা)