যশোর প্রতিনিধি :বিট কয়েন নামক ভার্চুয়াল মুদ্রা (ক্রিপটো কারেন্সি) কেনা-বেঁচা করে বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক হওয়া যশোরের চৌগাছা উপজেলার বড় কাবিলপুর এলাকার শাকিনুর রহমান রানাকে (২৭) আটক করেছে র্যাব।
বাংলাদেশ তো বটেই, পৃথিবীর বেশিরভাগ দেশেই এই বিট কয়েন এবং এর লেনদেন অবৈধ। বিট কয়েন সম্পর্কে অজ্ঞতার সুযোগে বিট কয়েনে টাকা বিনিয়োগের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমেও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। অনলাইন জুয়ার সাথেও তারা জড়িয়ে পড়ে।
এই চক্রটি অনলাইনে আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জন করে বলে নিজ এলাকায় প্রচারণা চালায়। এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর রবিবার সকালে র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান এবং পদাতিক ও স্কোয়াল কমান্ডার এম সরোয়ার হুসাইনের নেতৃত্বে একটি টিম চৌগাছায় রানার বাড়িতে অভিযান চালায়।
সেখান থেকে রানাকে আটক এবং বিট কয়েন লেনদেনে ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ফোন, সিমকার্ড, মালয়েশিয়ান এক রিঙ্গিট ৬টি, পাকিস্তানী ২০০ রুপি, ব্যাংকের চেকবই, দুইটি পাসপোর্ট, পেনড্রাইভ, ইউএসবি ড্রাইভ এবং চারটি এটিএম ও ক্রেডিট কার্ড জব্দ করা হয়।
সোমবার রানাকে চৌগাছা থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩/৩৫ ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৬ যশোর-এর কোম্পানি কমান্ডার। তিনি বলেন, অবৈধ এই বিটকয়েন লেনদেনের মাধ্যমে রানা বিপুল পরিমান অবৈধ অর্থবিত্তের মালিক হয়েছে।