ফেনী প্রতিনিধি : ফেনীতে রোহিঙ্গা ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আটক ওই যুবককে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, মো. জাফর নামে স্থানীয় এক ব্যবসায়ী সড়কের পাশ থেকে আম কিনছিলেন। এ সময় ফাহিম হোসেন (২৯) নামে রোহিঙ্গা এক যুবক তার পকেট থেকে কৌশলে মোবাইল ফোন ছিনতাকালে জনতার হাতে ধরা পড়ে। এ সময় ছিনতাইকারী অপর সহযোগী পালিয়ে গেলেও স্থানীয়রা রোহিঙ্গা যুবক ফাহিমকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ফেনী মডেল থানার পরিদর্শক নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, আটক ফাহিম নামে এক যুবক কক্সবাজারের বালুখালী থেকে পালিয়ে এসেছে। তিনি শহরের একটি আবাসিক হোটেলে ভাড়া থেকে ছিনতাই কার্যক্রম চালাতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিষয়টি আরো খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।