দিনাজপুর প্রতিনিধি : বাড়িতে বড় ছেলের বৌভাতের অনুষ্ঠান। তাই পরিবারের সকলের ব্যস্ততার শেষ নেই। অনুষ্ঠানের আয়োজন নিয়ে যখন উৎসবমুখর পুরো বাড়ি।
ঠিক তখনই বৌভাত আয়োজনের সহযোগিতা করতে এসে মো. মোস্তাফিজুর রহমান (২৩) নামে বরের ছোট ভাই বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়।
এতে উৎসবমুখর বাড়ি বিষাদে পরিণত হয়। ক্ষণিকের মাঝে ভেস্তে যায় বৌভাতের আয়োজন। শোকের ছায়া নেমে আসে পরিবারসহ এলাকায়।
শনিবার ভোরে দিনাজপুরের বীরগঞ্জের মোহনপুর ইউনিয়নের ভগিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মো. মোস্তাফিজুর রহমান বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া গ্রামের মো. আমিনুর রহমানের ছেলে।
বীরগঞ্জের মোহনপুর ইউপি সদস্য মো. আব্দুল হামিদ সাংবাদিকদের জানান, গত শুক্রবার মোস্তাফিজুর রহমানের বড় ভাই মো. রুবেলের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ে উপলক্ষে শনিবার বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৌভাতের রান্নার জন্য শনিবার ভোরে গরু জবাই করে মাংস কাটার কাজে ব্যস্ত পরিবারের লোকজন। মাংস কাটার কাজে ব্যস্ত লোকজনকে একটি ফ্যান এনে দেয় মোস্তাফিজুর রহমান।
ফ্যানটি রেখে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যায় সে। বিষয়টি উপস্থিত কারো নজরে পড়েনি। পরে মাটিতে লুটিয়ে পড়ার পর মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এই মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।