পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় বজ্রপাতে দুলাল মোল্লা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) সকালে উপজেলার চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।
দুলাল চাকলা মোল্লাপাড়া গ্রামের ১ নম্বর ওর্য়াডের মৃত আবু সমাদ মোল্লার ছেলে। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, সকালে নিজের জমি থেকে সবজি তুলতে মাঠে যান দুলাল। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
স্বজনরা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বেড়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল্লাহ জানান, পাবনা জেলা প্রশাসকের (ডিসি) ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
একইসঙ্গে এই বর্ষার মৌসুমে সাধারণ কৃষকে মাঠে কাজ করা সময় বৃষ্টি আর সঙ্গে বজ্রপাত হলে দ্রত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেন তিনি।