চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পষ্ট হয়ে ওল্টু মণ্ডল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মে) দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহীমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এসময় আহত হন তার ছেলে আকাশ আলী (৮)। নিহত ওল্টু মণ্ডল ইব্রাহীমপুর গ্রামের মৃত দলু মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানান, ওল্টু মণ্ডল টিনের বাড়িতে থাকতেন। কদিন থেকে বৃষ্টি হওয়ায় বিদ্যুতের তার নষ্ট হয়ে পুরো বাড়িটি বিদ্যুতায়িত হয়। দুপুরে মাঠের কাজ শেষে বাড়ি ফেরেন ওল্টু মণ্ডল ও তার ছেলে।
ঘরে ওঠার সময় টিনের দরজায় হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় ছেলে আকাশ ঘরে উঠলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গেই মারা যায় ঘরে থাকা একটি ছাগল।
পরে খবর দেয়া হয় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও ডিফেন্সে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস ও ডিফেন্সের সদস্যরা।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ওল্টু মণ্ডলকে মৃত ঘোষণা করেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।